নিউজিল্যান্ডের সরাসরি 'না'

ছবি:

চলতি বছরের শেষে পাকিস্তানের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যেতে অসম্মতি জানিয়েছে কিউই ক্রিকেট বোর্ড।
অক্টোবর-নভেম্বরে পাকি সংযুক্ত আরব আমিরাতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। যদিও সফরটির সূচি এখনও প্রকাশিত হয়নি।
কিন্তু আসন্ন সিরিজে তিনটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিনটি টি-২০ খেলবে দুদল। আর পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়েছিল টি-টুয়েন্টি সিরিজটি তাদের ঘরে আয়োজন করতে।

কিন্তু মঙ্গলবার পাকিস্তানের মাটিতে সিরিজ না খেলার বিষয়টি সরাসরি জানিয়ে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। মূলত নিরাপত্তার কথা মাথায় রেখেই পাকিস্তানে খেলতে যেতে নারাজ তারা।
সর্বোশেষ ২০০২ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলেছিল ব্ল্যাক ক্যাপ্সরা। ১৫ বছর পর সিরিজ খেলার আমন্ত্রন পেয়েও সেটাকে না করে দেয় কিউই ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান গ্রেগ ব্র্যাকলে বলেন,
‘দিন শেষে আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হচ্ছে। তবে কোনো সন্দেহ নেই যে, পাকিস্তান হতাশ হয়েছে। তারা নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে নিউজিল্যান্ডের মতো বড় দলকে খেলাতে চেয়েছিল।’