চার বছরের আক্ষেপ ঘুচাতে চায় ভারত

ছবি: ভিরাট কোহলি এবং জো রুট

আগামীকাল অর্থাৎ বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ। ইংল্যান্ডের বার্মিংহামে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। আর এই টেস্ট সিরিজের জন্য ইতিপূর্বে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে দুই দলই।
ঘোষিত স্কোয়াডে দুই দলই জায়গা দিয়েছে নতুন কিছু ক্রিকেটারকে। ভারতীয় টেস্ট দলে অভিষেকের অপেক্ষায় আছেন দুই তরুণ ক্রিকেটার রিশাব পান্ত এবং শার্দূল ঠাকুর। একইসাথে ইংল্যান্ড থেকে অভিষেক হতে পারে ডানহাতি পেসার জেমি পোর্টারের।
এদিকে দীর্ঘ চার বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলছে ভারত। শেষবার ২০১৪ সালের পাঁচ ম্যাচ টেস্ট সিরিজটি ৩-১ এ পরাজিত হয় তারা। তাই সেই পরাজয়ের ভীতি নিয়ে মানসিকভাবে কিছুটা হলেও দুর্বল ভিরাট কোহলির ভারত।
হয়ত এই দুর্বলতাকে অস্ত্র বানিয়ে দীর্ঘ চার বছরের আক্ষেপ ঘুচাতে মুখিয়ে থাকবে ভারত। তবে ইংলিশরাও ছেড়ে দেয়ার পক্ষপাতি নয়। ঘরের মাঠে টেস্ট সিরিজ জিততে নিজেদের সেভাবেই প্রস্তুত করছে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে থাকা সকল ক্রিকেটার।

অপরদিকে ইংল্যান্ডের মাটিতে রান করার ক্ষুধায় অনেক দিন থেকেই অপেক্ষায় রয়েছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। চার বছর আগের সেই বাজে পারফর্মেন্সকে ভুলতে নিজেকে আরও পরিণত করে গড়ে তুলেছেন কোহলি।
তবে বিশ্বমানের এই ব্যাটসম্যানের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়াতে প্রস্তুত আছেন ইংলিশ বোলাররা। অভিজ্ঞ পেসার জিমি অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডের সাথে স্কোয়াডে আছেন দলের হয়ে মাত্র একটি টেস্ট খেলা স্যাম কুরান।
আর ওয়ানডে সিরিজে টানা দুটি শতক হাঁকানো ব্যাটসম্যান জো রুট তো আছেনই ইংল্যান্ড দলের অধিনায়ক হিসেবে। তবে ইংলিশ ব্যাটসম্যানদের থামাতেও প্রস্তুত আছেন ভারতীয় বোলাররা। সব মিলিয়ে বলা যায়, একটি উত্তেজনাপূর্ণ টেস্ট সিরিজ হতে যাচ্ছে।
ইংল্যান্ড স্কোয়াডঃ জো রুট (অধিনায়ক), মঈন আলি, জিমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, জশ বাটলার, অ্যালিস্টার কুক, স্যাম কুরান, কিটন জেনিংস, ডেভিড মালান, জেমি পোর্টার, আদিল রশিদ ও বেন স্টোকস।
ভারত স্কোয়াডঃ ভিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, করুণ নায়ার, আজিঙ্কা রাহানে, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা, শার্দূল ঠাকুর, রিশাব পান্ত (উইকেটরক্ষক), জাসপ্রীত বুমরাহ।