ব্রডের নকশায় ভারতীয় অধিনায়ক

ছবি: স্টুয়ার্ট ব্রড এবং ভিরাট কোহলি

শুধুমাত্র একজন বোলারের উপর নির্ভর করে কখনোই কোন দল সাফল্য অর্জন করতে পারবে না। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কোণঠাসা করতে উইকেটের দুই প্রান্ত থেকেই আক্রমণাত্মক বোলিং করতে হবে। তাহলেই দল হিসেবে ভালো ফলাফল পাওয়া সম্ভব।
বুধবার থেকে শুরু হওয়া ভারতের বিপক্ষে প্রথম টেস্টে এমনই পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চান ইংলিশ ফ্রন্ট লাইন পেসার স্টুয়ার্ট ব্রড। বিশেষ করে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ভিরাট কোহলির বিপক্ষে সতীর্থ অ্যান্ডারসনকে নিয়ে দুর্দান্ত বোলিং করতে প্রস্তুত ৩২ বছর বয়সী এই ফাস্ট বোলার।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন ইংল্যান্ডের এই তারকা পেসার। তাঁর ভাষায়,

'বিশেষ কোন বোলার একাই বিশ্বমানের ব্যাটসম্যানকে টার্গেট করবে, আমি এই ধারনার সাথে একমত নই। দক্ষতা সম্পন্ন ব্যাটসম্যানের বিপক্ষে আপনাকে দুই প্রান্ত থেকেই চাপ প্রয়োগ করতে হবে। যদি সে (কোহলি) জিমি অ্যান্ডারসনকে দেখে খেলে এবং আমার বিপক্ষে রান নিতে সামর্থ্য হয় তাহলে দল হিসেবে আপনি সুবিধা থেকে বঞ্চিত হবেন।'
একই সাথে ভারতীয় দলের কোন ব্যাটসম্যানের বিপক্ষে খরুচে বোলিং করতে রাজি নন ব্রড। আর এভাবে ভারতীয় ব্যাটসম্যানদের চাপে রেখে বোলিং করতে পারলে বিশ্বমানের ব্যাটসম্যান ভিরাট কোহলিও চাপে পড়তে বাধ্য বলে মনে করেন ইংলিশদের হয়ে ১১৮ টেস্ট খেলা এই ক্রিকেটার।
'বোলিং বিভাগ হিসেবে আমরা তাদের সব ব্যাটসম্যানকে দ্রুত রান সংগ্রহ করা থেকে দূরে রাখব। কিন্তু বিশেষ করে ভিরাটের মতো ব্যাটসম্যানের ক্ষেত্রে কাজটি কঠোরভাবে করতে হবে। এভাবেই আমরা চেষ্টা করে যাবো তাকে চাপে রাখার', বলেছেন স্টুয়ার্ট ব্রড।