দলে ফিরলেন রশিদ-মঈন

ছবি:

ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজের পর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংলিশরা। আগামী মাসের ১ তারিখ থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
আর প্রথম টেস্টকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংলিশরা। যেখানে নতুন মুখ হিসেবে আছেন পেসার জেমি পোর্টার। যিনি এসেক্সের হয়ে ইংলিশ কাউন্টি মাতিয়ে থাকেন।
এছাড়াও দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন লেগ স্পিনার আদিল রশিদ। সেই সঙ্গে আরও দলে ফিরেছেন অলরাউন্ডার মঈন আলী।

উইকেট রক্ষক হিসেবে দলে আছেন জনি বেয়ারস্টো এবং জস বাটলার দুজনই। পেসারদের মধ্যে স্যাম কুরান দলে জায়গা ধরে রেখেছেন।
পাশাপাশি ওপেনার কিটন জেনিংসকেও প্রথম টেস্টের জন্য স্কোয়াডে রেখেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। তবে দ্বিতীয় টেস্টের জন্য অনিশ্চিত হলেও প্রথম টেস্টের স্কোয়াডে আছেন অলরাউন্ডার বেন স্টোকস।
প্রথম টেস্টে ইংল্যান্ডের স্কোয়াডঃ জো রুট, মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, অ্যালিস্টার কুক, স্যাম কুরান, কিটন জেনিংস, ডেভিড মালান, জেমি পোর্টার, আদিল রিশাদ, বেন স্টোকস।