এশিয়া কাপের সূচিতে বিস্মিত শেহওয়াগ

ছবি- গেটি ইমেজ
promotional_ad

চলতি বছরের সেপ্টেম্বরে দুবাইয়ে বসবে এশিয়া কাপের আসর। আসন্ন আসরটির সূচি প্রকাশিত হয়েছে কয়েকদিন আগেই। কিন্তু প্রকাশিত সূচি নিয়ে সন্তুষ্ট নন ভারতের সাবেক ওপেনার বিরেন্দ্রর শেহওয়াগ। সূচি দেখে তিনি সাফ বলে দিয়েছেন এশিয়া কাপ খেলার দরকার নেই ভারতের।


শেহওয়াগ মনে করেন টুয়েন্টি ম্যাচের জন্য যেখানে বিরতি দেয়া হয় তাহলে কেন পঞ্চাশ ওভারের ম্যাচে পর পর দুইদিন একই দলের ম্যাচ ফেলা হয়েছে।  এনডিটিভিকে দেয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন সাবেক এই ভারতীয় ওপেনার। এশিয়া কাপ নিয়ে এতো মাতামাতিও পছন্দ হচ্ছেনা তার। তিনি জানান,


promotional_ad

'এশিয়া কাপ খেলার জন্য এতো মাতামাতি কেন? খেলার দরকার নেই এশিয়া কাপ। হোম সিরিজ এবং বাইরের সিরিজের জন্য আমাদের প্রস্তুত হওয়া উচিত। পঞ্চাশ ওভারের ম্যাচে পর পর দুই দিন ম্যাচ খেলা অনেক কঠিন আসলেই।' 


এছাড়াও এশিয়া কাপের সূচি দেখে অবাক হয়েছেন শেহবাগ। দুবাইয়ের কন্ডিশনে এভাবে পর পর দুইদিন ম্যাচ খেলাও কষ্ট হয়ে যাবে দলগুলোর জন্য বলে মনে করেন তিনি। তিনি আরও জানান,


'এশিয়া কাপের সূচি দেখে আমি আসলেই বিস্মিত হয়েছি। কোন দলই পর পর ম্যাচ খেলেনা এখন। ইংল্যান্ডে টি-টুয়েন্টি ম্যাচেও দুই দিনের বিরতি দেয়া হয়েছে আর দুবাইয়ের কন্ডিশনে টানা দুইদিন দুই ম্যাচ খেলা কোন বিরতি ছাড়া অনেক কঠিন। সূচি ঠিক মত করা হয়নি আমার মতে।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball