promotional_ad

ভালো খেলেও ফিক্সিং অভিযোগে ম্যাক্সওয়েল

promotional_ad

কাতারভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার দেয়া নতুন একটি প্রতিবেদনে অস্ট্রেলিয়ান ডানহাতি ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলের উপর ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছিল। আর এই অভিযোগটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন অজি ক্রিকেটার ম্যাক্সওয়েল।


চ্যানেলটির দাবি গত বছর ভারতের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে দুজন অজি ব্যাটসম্যান খুবই ধীরগতিতে ব্যাটিং করেছেন। আর এমন খেলার জন্য তাদেরকে অর্থ প্রদান করেছিল জুয়াড়িরা। তবে এ বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন জাতীয় দলের হয়ে সাতটি টেস্ট খেলা ক্রিকেটার ম্যাক্সওয়েল।


তিনি মনে করেন, এ অভিযোগটি তার স্মৃতিময় মুহূর্তকে কালিমাযুক্ত করার জন্যই করা হয়েছে। টেস্টে অভিষেক শতকের সময়টি তার জন্য অন্যরকম সুখের মুহূর্ত ছিল। আর সুখের স্মৃতিকে কলঙ্কিত করা শতভাগ অনুচিত মনে করছেন অজি তারকা। তার ভাষায়,


promotional_ad

'আমি বিস্মিত হয়েছি এবং কিছুটা দুঃখও পেয়েছি। যে ম্যাচটিতে আপনার শুধুমাত্র অসাধারণ সুখের স্মৃতি রয়েছে, সেই ম্যাচ নিয়ে এমন অভিযোগ বেমানান। টেস্টে প্রথম শতক হাঁকানোর পর স্টিভ স্মিথকে জড়িয়ে ধরার সেই মুহূর্তটা এখনও মনে পড়ে।


এ অভিযোগ দ্বারা সেই স্মৃতিকে কলঙ্কিত করা খুবই ন্যাক্কারজনক একটি কাজ। অবশ্যই এ বিষয়ের কোন সত্যতা নেই। আমার ক্যারিয়ারের সেরা একটি মুহূর্তকে কলঙ্কিত করা এটা শতভাগ অনুচিত। তারা শুধুমাত্র ২০১৫ বিশ্বকাপ জেতাকে কলঙ্কিত করতে বাকি রেখেছে। এই দুইটাই আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত।'


দীর্ঘদিন পর টেস্ট দলে জায়গা পেয়ে কেউ কখনই অনৈতিক কোন কাজ করতে চাইবে না। কারণ নতুন করে পাওয়া অস্তিত্বকে ধ্বংস করতে খারাপ কোন কাজ করার কথা কেউ কখনো চিন্তাই করবে না। সুতরাং এ বিষয় নিয়ে অভিযোগ আনা সত্যিই হাস্যকর মনে করছেন ম্যাক্সওয়েল। 


'টেস্ট দলে অনেক দিন পর জায়গা পেয়ে সেখানে অবাঞ্ছিত কোন কাজ আমি কিভাবে করবো? যেখানে আমি নতুন করে নিজের অস্তিত্ব ফিরে পেয়েছি সেই জায়গাটা ধ্বংস করার জন্য খারাপ কিছু করবো এটা সত্যিই হাস্যকর।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball