আরও ভালো মানুষ হওয়ার চেষ্টায় ওয়ার্নার

ছবি:

জাতীয় দলের হয়ে আবারও মাঠ মাতাতে চান অস্ট্রেলিয়া দলের সাবেক সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দক্ষিন আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং কাণ্ডে বার মাসের জন্য নিষিদ্ধ হয়ে বর্তমানে দলের বাইরে আছেন এই তারকা।
তবে সম্প্রতি বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্ট খেলার মধ্য দিয়ে নিজের ব্যাটিং ঝালিয়ে নিচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। যখনই জাতীয় দল থেকে ডাক আসে তখনই যেন নিজেকে বিলিয়ে দিতে পারেন সে দিকে নজর দিচ্ছেন ওয়ার্নার।
বল টেম্পারিং কাহিনীর পর প্রথম বারের মতো দীর্ঘ সময়ের জন্য সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানিয়েছেন অজি তারকা। এছাড়া ক্রিকেটের প্রতি ওয়ার্নারের অপরিসীম ভালবাসা রয়েছে। আর সে জন্যই যে কোন দলের হয়ে ভালো খেলতে মুখিয়ে থাকেন তিনি। তার ভাষায়,

'আমি এখানে ক্রিকেট খেলতে এসেছি এবং ক্রিকেট খেলতেই আমি ভালবাসি। আর এই ভালবাসা থেকেই আমি যে কোন দলের হয়ে খেলার সময় রান করতে চেষ্টা করি। যদি এমনটা না হতো তাহলে আমি এতদিনে অবসর নিয়ে নিতাম। যদি তারা (সিএ) আমাকে নির্বাচন করে তাহলে আমি শতভাগ প্রস্তুত। যথাসম্ভব এগিয়ে আসতে চেষ্টা করবো।'
এদিকে ঘরোয়া টুর্নামেন্টে খেলার অনুমতি পাওয়া এই ব্যাটসম্যান বর্তমানে ডারউইন স্টাইক লীগে খেলছেন। সেখানে ৩২ বলে ৩৬ রানের ইনিংস খেলেছিলেন ওয়ার্নার। যার মধ্যে চার চারটি বাউন্ডারির পাশাপাশি একটি ওভার বাউন্ডারিও ছিল।
আর এখানে ভালো খেলাকে নিজের উন্নতির ছোট পদক্ষেপ ভাবছেন ওয়ার্নার। নিষেধাজ্ঞার বাকি আটমাস নিজেকে প্রস্তুত করার কাজে লাগাতে চান তিনি। পাশাপাশি আরও ভালো মানুষ হওয়ার চেষ্টায় রয়েছেন অজি সাবেক সহ অধিনায়ক। এ প্রসঙ্গে ওয়ার্নার বলেন,
'স্ট্রাইক লীগ আমার উন্নতির ছোট একটি পদক্ষেপ মাত্র। আগামী আট মাস আমি যে দলের হয়েই খেলিনা কেন, আমার সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করবো। যত বেশি সম্ভব রান করার ক্ষেত্রে সচেষ্ট হব। সামনের আট মাস কিভাবে ভালো মানুষ, মানসম্মত ক্রিকেটার এবং দক্ষ দলপতি হওয়া যায় সে দিকে দৃষ্টি দিব।'