অর্থের অভাবে সিরিজ আয়োজন নিয়ে শঙ্কা জিম্বাবুয়ের

promotional_ad

বেশ কয়েক বছর ধরেই আর্থিক সমস্যায় ভুগছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ফলে, আর্থিক কষ্টের কারণে অনেক ক্রিকেটারই কাউন্টিতে খেলতে চলে গিয়েছিলেন। অবশ্য, বোর্ডের পক্ষ থকে আশ্বাস মেলায় অনেক ক্রিকেটারই ফিরে এসেছেন।


কিন্তু আবারও আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সম্প্রচার থেকে টানা পাচ্ছে না বলে জুলাই-আগস্টে পাকিস্তানের জিম্বাবুয়ে সফরটিও এখন হুমকির মুখে। আর্থিক সমস্যা এতোটাই প্রকট যে সিরিজটিই তারা স্থগিত করতে পারে নিরুপায় হয়ে।


এরকমই জানিয়েছেন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল হাসনাইন, ‘আর্থিক যেই অবস্থা চলছে তাতে পাকিস্তান সিরিজ সম্ভব না। কারণ সম্প্রচার থেকে আমরা সেভাবে টাকা পাচ্ছি না। প্রোডাকশন বাবদ যে খরচ হয় তাতেই অনেক লোকসান হয়ে যাচ্ছে।’


promotional_ad

ক্ষতি পুষিয়ে নিতে সময় প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। অর্থের অভাবে শুধু যে পাকিস্তান সফর বাতিল হওয়ার শঙ্কা দেখা দিচ্ছে,  তা নয়। শঙ্কার মধ্যে পড়েছে অস্ট্রেলিয়া সিরিজও। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরের কথা রয়েছে আগামী জুনে।


দ্বিপক্ষীয় সিরিজের সূচিতে একটি টেস্টও আছে। আর এই সিরিজকেই ত্রিদেশীয় সিরিজের রূপ দেওয়ার কথা ভাবছে জিম্বাবুয়ে। টেস্ট বাদ দিয়ে অন্তত সংক্ষিপ্ত ফরম্যাটে যাতে খেলাটি হয় সে দিকেই নজর তাদের।


সব কিছুই এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধন্ত নিতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলেও জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে। এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড যেকোনো পরিস্থিতিতে জিম্বাবুয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball