বয়স শুধুই সংখ্যা, আবারো প্রমাণিত

promotional_ad

শ্রীলংকা দিয়ে শেষ আবার শ্রীলংকা দিয়েই শুরু... ২০১৪ সালে লঙ্কানদের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন স্পিনার আব্দুর রাজ্জাক। চার বছর পর ফিরেছেন জাতীয় দলে, তাও আবার এই লঙ্কানদের সাথেই। 


তাও আবার একই তারিখে! জাতীয় দল থেকে বাদ পড়ার পর মাঝের কয়েক বছর কাটিয়েছেন ঘরোয়া ক্রিকেট খেলেই। সেখানে অবশ্য নিজের সামর্থ্যের সবটুকুই দিয়েছেন তিনি। সম্প্রতি স্পর্শ করেছেন প্রথম বাংলাদেশী হিসেবে ঘরোয়া ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলকও।  


মাঝের চার বছরে প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়েছেন সর্বোচ্চ মোট ২৪৪ উইকেট। চার বছরে রাজ্জাক মিস করেছেন ২২ টেস্ট। তবে ২২ টেস্ট পর ফিরে নিজের যোগ্যতার প্রমান দিতে ব্যর্থ হননি তিনি।


promotional_ad

প্রত্যাবর্তনের ম্যাচে লঙ্কান টপ অর্ডারকে একাই নাকানি চুবানি খাইয়েছেন এই স্পিনার। তার ঘূর্ণিতেই প্রথম সেশন নিজেদের পক্ষে করে নিতে সক্ষম হয় রিয়াদ বাহিনী। এদিকে রাজ্জাকের মত অনেকেই জাতীয় দল থেকে বাদ পড়ে হাল ছেড়ে দিয়েছেন।


কিন্তু রাজ্জাক মনে করেন দল থেকে বাদ পড়ে হাল ছেড়ে দিলে চলবেনা। নিজেকে প্রমাণ করার সুযোগ পেলে সেটাকেই কাজে লাগাতে বলেছেন এই স্পিনার। বৃহস্পতিবার লঙ্কানদের বিপক্ষে ৪ উইকেট নেয়ার পর এসেছিলেন সংবাদ সম্মেলনে।


সেখানে এসে রাজ্জাক বলেন, 'অবশ্যই আমি মনে করি কারও হাল ছাড়া উচিৎ না। এখনকার সময়ে ক্রিকেটের যে অবস্থা, তারপরও আমাকে দলে নেয়া হয়েছে, এর জন্য বোর্ডকে ধন্যবাদ। এটাতেই প্রমাণ হয় কারো সময় শেষ হয়ে যাচ্ছে না কখনো। সুযোগ থাকে আরকি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball