শ্রীলঙ্কাকেও টপকালো আফগানিস্তান

ছবি:

টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থান খুব একটা সুখকর নয় (দশম)। এমনকি আফগানিস্তানের চাইতেও পেছনে বাংলাদেশ। তবে সম্প্রতি শ্রীলঙ্কাকেও টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে পেছনে ফেলেছে আফগানরা।
সম্প্রতি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেই শ্রীলংকাকে নয়ে নামিয়ে আফগানরা আটে উঠেছে। দুই ম্যাচের এই সিরিজে একটি ম্যাচেও জয় পায়নি জিম্বাবুয়ে। প্রথম টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ে হেরেছিল ৫ উইকেটে।
৬ই ফেব্রুয়ারির দ্বিতীয় ম্যাচটিতে হেরেছে ১৭ রানের ব্যবধানে। তবে সিরিজ শুরুর আগেও শ্রীলংকার সাথে রেটিং পয়েন্টে বেশি ব্যবধান ছিল না লঙ্কানদের। শ্রীলঙ্কার ছিল ৮৮ আর আফগানিস্তানের ৮৬।

সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করেছিলো আফগানিস্তান। মোহাম্মদ নবীর দুইটি চার ও চারটি ছক্কায় ২৬ বলে করা ৪৫ রানের সৌজন্যে নির্ধারিত বিশ ওভারে স্কোরবোর্ডে ৯ উইকেটে ১৫৮ রান তোলে আফগানরা।
১৫৯ রানের জবাবে সিকান্দার রাজার ২৬ বলে ৪০ করেও দলকে জেতাতে ব্যর্থ হন, কেননা রায়ান বার্ল (৩০) ছাড়া তাকে সঙ্গ দিতে পারেননি দলের অন্য কোনও ব্যাটসম্যান। শেষমেশ বিশ ওভারে ৫ উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।
ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ