বোলিং নয়, ব্যাটিং বেশি পছন্দঃ আফিফ

ছবি:

আফিফ হাসান বিপিএল অভিষেকে পাঁচ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু এই তরুন বাঁহাতি সবসময় নিজেকে বোলারের চেয়ে ব্যাটসম্যান হিসেবে ভাবতে পছন্দ করেন।
যুব বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের পঞ্চম স্থান অর্জনের ম্যাচেও নিজেকে 'ব্যাটসম্যান' ঘোষণা দিয়েছেন আফিফ। বল হাতে তিন উইকেট ও রান তাড়া করতে গিয়ে ৭১ রানের ইনিংস খেলার পরও নিজের শক্তি হিসেবে ব্যাটিংকেই বেছে নিতে চান তিনি।
অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের জয় নিশ্চিত করা আফিফ ম্যাচ শেষে বলেছেন, 'অবশ্যই ৭১ রানের ইনিংস খেলতে পেরে তৃপ্ত। আমি বোলিংয়ের চেয়ে ব্যাটিংটা বেশি পছন্দ করি।'

২২০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮০ রানে তিন উইকেট হারিয়ে ফেলার পর বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ হিসেবে আবির্ভাব হয় আফিফের। অধিনায়ক সাইফের সাথে অর্ধশত রানের জুটি গড়েন তিনি।
সাইফ ৫৯ রানে আউট হলেও সম্পূর্ণ বিপদ মুক্ত হয়নি বাংলাদেশ। তবে দলীয় ১৪৪ রানে সাইফের বিদায়ের পরও খেয় হারাননি আফিফ। ইনিংস লম্বা করে বাংলাদেশকে জয়ের খুব কাছে নিয়ে পৌঁছে দিয়ে ফিরেছেন তিনি।
নিজের ব্যাটিং ব্যাখ্যায় আফিফ বলেছেন, 'আমি ইতিবাচক ব্যাটিং করার চেষ্টা করেছি। তবে একই সাথে ধৈর্য ধরেছি আমি। আমি শেষ পর্যন্ত উইকেটে থাকতে চেয়েছি। আমরা ভালো ব্যাট করেছি, এই জন্যই আমরা ম্যাচ জিততে পেরেছি।'