আইপিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত

ছবি:

মাস তিনেক পরই পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১১তম আসরের। আর আসন্ন আসরটিকে ঘিরে চলতি মাসেই শেষ হবে ক্রিকেটারদের নিলাম। নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে জানুয়ারির ২৭ এবং ২৮ তারিখ।
নিলামের দিনক্ষণ আগে থেকে চূড়ান্ত থাকলেও এবার চূড়ান্ত করা হলো কবে থেকে পর্দা উঠবে ১১তম আসরের। সোমবার এক সভার মধ্য দিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত করেছে ৭ই এপ্রিল থেকে মাঠে গড়াবে পরবর্তী আসরটির।
আর টুর্নামেন্টটির পর্দা নামবে ২৭শে মে। ৬ই এপ্রিল মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল ম্যাচ দুটোই হবে মুম্বাইয়ে। তবে পরিবর্তন এসেছে ম্যাচের সময়ে।

এর আগের আসরে দিনে দুটি ম্যাচ থাকলে সেগুলো শুরু হতো বিকেল ৪টা ও রাত ৮টায়। কিন্তু এখন থেকে প্রথম ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৫টায়, আর পরের ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়।
সোমবার গভর্নিং কাউন্সিলের সভায় আরও একটি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাব তাদের চারটি হোম ম্যাচ খেলবে মোহালিতে এবং বাকি তিনটি খেলবে ইন্দোরে।
আর নিষেধাজ্ঞা কাটিয়ে এবার আইপিএলে ফেরা রাজস্থান রয়্যালসের হোম ভেন্যুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ২৪শে জানুয়ারি। হাই কোর্টের শুনানির পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের।