প্রথম বাংলাদেশী হিসেবে তামিমের ছয় হাজার

ছবি:

প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার ওয়ানডে রান করার কীর্তি গড়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
এদিন মাত্র ৬৬ রান করতে পারলেই প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ৬ হাজার রানের ক্লাবে প্রবেশ করতেন তিনি। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচের ৩৫ ওভার শেষ না হতেই রেকর্ডটি ছুঁয়ে ফেলেন জাতীয় দলের এই ওপেনার।

এখন পর্যন্ত দেশের হয়ে ১৭৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তামিম। এই মাচের আগে মোট ৩৫ গড়ে ৯টি সেঞ্চুরি সহ ৪০টি অর্ধশতকের মালিক ছিলেন তামিম। ওয়ানডেতে তার সর্বোচ্চ ব্যাক্তিগত স্কোর ১৫৪, এই জিম্বাবুয়ের বিপক্ষেই।
তামিমের পর বাংলাদেশের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান টেস্ট দলপতি সাকিব আল হাসান। ৫২৩৫ রানের মালিক এই বাঁহাতি ব্যাটসম্যান। তিন নম্বরে আছেন মুশফিকুর রহিম।
৪৬৬০ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এই তালিকায় চার নম্বরে আছেন মোহাম্মদ আশরাফুল ৩৪৬৮ রান নিয়ে। আর ৩২৪২ রান নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছেন মাহমুদুল্লাহ রিয়াদ