ভিন্ন 'অর্ধশতকের' দ্বারপ্রান্তে কাটার মাস্টার

ছবি:

চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে এখন পর্যন্ত বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। লঙ্কানদের বিপক্ষে গত ম্যাচেই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।
তামিমের পাশাপাশি সাকিব আল হাসানও গড়েছেন আরেকটি রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারি রানের ক্লাবে নাম লিখিয়েছিলেন তিনি। পেসার রুবেল হোসেনও গড়েছেন উইকেটের সেঞ্চুরির রেকর্ড।

এবার আরেক পেসার মুস্তাফিজুর রহমানও দাঁড়িয়ে আছেন একটি অনন্য রেকর্ডের সামনে। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে সবচেয়ে কম ওয়ানডে ম্যাচ খেলে উইকেটের হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন ফিজ।
এখন পর্যন্ত মোট ২৪টি ওয়ানডেতে মুস্তাফিজের শিকার ৪৭টি উইকেট নিয়েছেন। মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেই হয়তো এই রেকর্ডটি নিজের করে নিবেন ফিজ।
আর এরই সাথে টপকে যাবেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাককেও। জাতীয় দলের হয়ে ৩২তম ওয়ানডে ম্যাচে উইকেটের অর্ধশতক হাঁকিয়েছিলেন রাজ্জাক। এই তালিকার দ্বিতীয়তে অবস্থান সৈয়দ রাসেলের। ৩৯তম ওয়ানডে খেলে ৫০ উইকেট নিয়েছিলেন সাবেক এই পেসার।