হাথুরুসিংহে আমাদের সম্পদঃ চান্দিমাল

ছবি:

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের সাথে হারের পরই হাথুরুসিংহে ইস্যুতে কথা ওঠে মিডিয়ায়। শ্রীলঙ্কান দলে তাদের নতুন কোচ চন্দিকা হাথুরুসিংহে কতখানি ভূমিকা রাখতে পারছেন সেটা নিয়েও ছিল প্রশ্ন।
তবে সেই ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে এসে হাথুরুসিংহের হয়ে ব্যাট ধরেছিলেন দলের অলরাউন্ডার থিসারা পেরেরা। হাথুরুসিংহের উপরে বিশ্বাস রেখেছিলেন তিনি। রাতারাতি সবকিছু বদলাবে না, এমনটাও বলেছিলেন পেরেরা।
আর রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর লঙ্কান দলের ভারপ্রাপ্ত অধিনায়ক দিনেশ চান্দিমালের কণ্ঠেও হাথুরুসিংহের প্রশংসা। হাথুরুসিংহেকে 'সম্পদ' উল্লেখ করে সাংবাদিকদের সামনে তিনি জানিয়েছেন,

"হাথুরুসিংহের সঙ্গে কাজ করাটা সবসময়ই সম্মান এবং আনন্দের। তিনি জ্ঞানী। একজন খেলোয়াড় হিসেবে আমাদের তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তিনি সম্পদ। আমি নিশ্চিত তিনি ভবিষ্যতে ভালো করবেন।"
একইসাথে নতুন বছরে টানা দুই হারের পরে এই জয়ে আত্মতৃপ্ত লঙ্কান দলের ভারপ্রাপ্ত অধিনায়ক। টানা হারের কঠিন পরিস্থিতি কিছুটা বদলাতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তিনি।
"এটা কঠিন ছিল। বিশেষ করে প্রথম দুই ম্যাচের পর। যে কোনো দলের জন্যই এই পরিস্থিতিটা কঠিন। আমরা মাত্র চারটি ম্যাচ পাব, প্রথম দুই ম্যাচে জিতলে আপনার টুর্নামেন্টে ভালো সুযোগ থাকে।"