বাংলাদেশকে হারিয়েই ফাইনাল খেলতে চান ক্রেমার

ছবি:

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বাকী আর দুটি ম্যাচ। আর সেই দুটি ম্যাচে শ্রীলঙ্কা অথবা জিম্বাবুয়ের যে দল বাংলাদেশকে হারাতে পারবে সেই দলই ফাইনাল খেলবে বাংলাদেশের বিপক্ষে।
আর এমন সমীকরণ মাথায় আছে জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমারের। আর তাই বাংলাদেশকে হারানোর স্বপ্ন বিভোর এই দলটি। রবিবার লঙ্কানদের বিপক্ষে পরাজয়ের পর সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন,
"এখন টুর্নামেন্ট অনেক জমে উঠলো। বাংলাদেশকে এখন আমাদের একদলকে হারাতেই হবে। আমি আশা করছি আমরাই হবো সেই দল এবং ফাইনালে উঠবো। দর্শকদের জন্যও এখন অনেক বিনোদনের হয়ে উঠলো।"

তবে রবিবারের ম্যাচে জয় পেলে ফাইনালে ওঠা নিয়ে কোনো চিন্তা ছিল না জিম্বাবুয়ের। ম্যাচটিতে আরও ৩০ রানের কমতি ছিল বলে মনে করেন অধিনায়ক ক্রেমার।
"আমার মনে হয় আমরা ৩০ রান কম করেছি। গত দিনের তুলনায় এদিনের উইকেট ভিন্ন ছিল। আমার মনে হয় ব্রেন্ডন (টেইলর) থাকা অবস্থায় আমরা মানিয়ে নিতে পেরেছিলাম। আমরা ২৭০ এর জায়গায় তখন ২৩০ এর লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলাম।
"তবে মাঝের দিকে আমরা বেশি উইকেট হারিয়ে ফেলি। রাজা আউট হওয়ার পর এটা আর সম্ভব হয়নি। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল বলে আমার মনে হয়। আমরা যদি ২৩০ করতে পারতাম তাহলে আমাদের জয়ের ভালো সুযোগ ছিলো।"
উল্লেখ্য, আগামী মঙ্গলবার টাইগারদের মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে। এই ম্যাচে হেরে গেলে শ্রীলঙ্কা সাথে বাংলাদেশের ম্যাচটির দিকে তাকিয়ে থাকতে হবে গ্রায়েম ক্রেমারের দলকে।