বোলারদের সফলতার কৃতিত্ব মাশরাফিকেই দিলেন বিজয়

ছবি:

গত এক বছর ধরে নিজেকে হারিয়ে খুঁজছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। খুঁজেই পাওয়া যাচ্ছিলো না তার স্বভাবস্বরূপ বোলিং। তবে এবারের ত্রিদেশীয় সিরিজে নতুন আঙ্গিকে ফিরেছেন মুস্তাফিজ। দলের বাকীরাও আনন্দে আত্মহারা মুস্তাফিজের ছন্দে ফেরায়।
"মোস্তাফিজের ভালো মতো ফেরাটা আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার ছিলো। ওর বল উইকেটে ধরলে আমাদের মধ্যে আনন্দ বিরাজ করে। ও থাকলে ভালো লাগে।"; রবিবার সংবাদসম্মেলনে মুস্তাফিজ প্রসঙ্গে বলছিলেন ওপেনার এনামুল হক বিজয়।
কিন্তু মুস্তাফিজের স্বরূপে ফেরার পেছনে দলের বাকিদের ভূমিকা কতখানি? বিজয় বলছেন দলপতি মাশরাফি বিন মর্তুজার কথা। এমনকি দলের পুরো বোলিং বিভাগের ভালো করার কৃতিত্ব অধিনায়ককে দিচ্ছেন বিজয়।

"মাশরাফির ভাইয়ের নেতৃত্বে থাকতে পারলে খারাপ বোলারেরও ভালো হওয়ার সুযোগ থাকে। উনার সঙ্গে থাকতে পারলে আসলে অনেকে কিছু শিখে। আমার কাছে মনে হয়, মাশরাফি ভাইয়ের নেতৃত্বে বোলিং বিভাগটা অনেক ভালো।
"সবাই নিজেকে আগের চেয়ে ভালো জায়গায় নেয়ার চেষ্টা করছে। সবাই চেষ্টা করছে ভালো করার। আমার মনে হয়, এভাবে আরো ভালো হবে। ম্যানেজমেন্টও বোলারদের উপর খুশি।"
বিজয়ের কথার প্রতিফলন দেখা যাচ্ছে ত্রিদেশীয় সিরিজে বোলারদের পারফর্মেন্সে। গেলো বছরে আফ্রিকা সফরে টাইগার বোলাররা যেমন খারাপ সময় কাটিয়েছে, এবার নিজেদের মাটিতে ততোটাই ঝলসে উঠতে দেখা যাচ্ছে তাদের।