নতুন রুপে, নতুন স্টাইলে 'পুরনো' বিজয়

ছবি:

ধীরগতির ব্যাটিংয়ের জন্যই কয়েকবছর আগে দারুণ সমালোচিত হয়েছিলেন এনামুল হক বিজয়। সাথে রানিং বিটুইন দ্যা উইকেটে সমস্যা ছিল তার। তবে শ্রম এবং নিষ্ঠায় নিজের সেইসব সমস্যা শুধরে আবারো জাতীয় দলের ওপেনার বিজয়। জানিয়েছেন, দলের প্রয়োজন অনুযায়ী 'সব রকমের' ব্যাট করতেই সক্ষম তিনি।
"আমি সব সময় চেয়েছি যেভাবে দল চায় সেভাবেই ব্যাটিং করতে। আমার খেলাটা আমি যেকোনো সময় পরিবর্তন করতে পারব। কোনো সমস্যা নেই। যদি দেখা যায় উইকেটে অনেকগুলো তাড়াতাড়ি পড়ে গেছে তখন যতুটুক পারব ক্যারি করার চেষ্টা করব।
"টি-টোয়েন্টিতে যখন মারতে হবে তখন চেষ্টা করব পাওয়ার প্লে-তে মারার। যদি টেস্ট ক্রিকেট হয় তাহলে চেষ্টা করব লম্বা সময় ব্যাটিং করার। আমি আমার খেলার থেকে যেকোনো সময়ে বের হয়ে আসতে পারি। দল যেভাবে চাচ্ছে সেভাবে খেলার চেষ্টা করেছি।"; রবিবারের সংবাদ সম্মেলনে জানাচ্ছিলেন বিজয়।

তবে নিজের ব্যাটিংয়ের ধাঁচ সম্পর্কেও বললেন বিজয়। আক্রমণাত্মক ক্রিকেট খেলতেই ভালবাসেন তিনি। কিন্তু দলের প্রয়োজনে রপ্ত করেছেন ব্যাটিংয়ের অন্যান্য ধরণগুলোও। জানিয়েছেন,
"যতটুকু শিখেছি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট বলেন…টি-টোয়েন্টি আর ওয়ানডে বলেন না কেন সব সময় দলের প্রয়োজনে যেভাবে ব্যাটিং করার ঠিক সেভাবেই করেছি। আমার নিজের একটা ব্যক্তিগত স্টাইল আছে যে আমি আক্রমণাত্মক ব্যাটিং করি।
"কিন্তু যখন যেভাবে দল চায় সেভাবেই ব্যাটিং করার ক্ষমতা চেষ্টা করছি অর্জন করার। চাচ্ছি যে এরকম পরিস্থিতি যদি আসে সামনে যে কম বলে বেশি লাগবে কিংবা বেশি সময়ে কম লাগবে; ওই পরিস্থিতিতে নিজেকে মেইন্টেইন করে খেলার।"