ত্রিদেশীয় সিরিজের আগে দিবারাত্রির ম্যাচ খেলবে বাংলাদেশ

ছবি:

কোচিং স্টাফের একটি বড় অংশ দেশে নেই। তবুও থেমে নেই বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। ৩২ সদস্যের স্কোয়াড নিয়ে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
কোচিং স্টাফদের একটি বড় অংশ আগামীকাল বুধবার থেকে ফিরতে শুরু করবে। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদ মাহমুদ সুজন। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেছেন,
'কালকে দুজন জয়েন করবে, রিচার্ড হ্যালসল ও সুনিল যোশি। কোর্টনি (ওয়ালশ) আসতে একটু দেরি হচ্ছে কিন্তু আমরা মনে করি সবাইকে পেয়ে যাব ৫ তারিখের মধ্যে।'

পুরো কোচিং স্টাফ ক্যাম্পে যোগ দিলেই ক্রিকেটারদের স্কিল নিয়ে পুরোদমে কাজ শুরু করবে সুজন অ্যান্ড কোং। এছাড়া প্রস্তুতি ক্যাম্পের ফাঁকে দুই দলে ভাগ হয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ দলের সদস্যরা।
৩২ সদস্যের দলটি দুই দলে ভাগ হয়ে তিনটি ম্যাচ খেলবে। ত্রিদেশীয় সিরিজের কথা মাথায় রেখে প্রস্তুতি ম্যাচ গুলো দিবারাত্রির হবে বলে জানিয়েছেন সুজন।
মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, 'আর ৬ তারিখে একটা নিজেদের মধ্যে একটা ম্যাচ খেলতে পারি ডে-নাইট। তারপর আরেকটা ম্যাচ খেলার ইচ্ছা আছে ৯, ১০ তারিখের দিকে।'