জয় দিয়ে দ. আফ্রিকার ভরাডুবি ভুলতে চান মাশরাফি

ছবি:

২০১৭ সালে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় সফর করেছিল বাংলাদেশ দল। দুটি সিরিজ থেকেই শুন্য হাতে দেশে ফিরেছে টাইগাররা। নিউজিল্যান্ডের মাঠে উল্লেখযোগ্য ব্যক্তিগত পারফর্মেন্স থাকলেও দক্ষিণ আফ্রিকায় রীতিমত ভরাডুবি হয়েছে টাইগারদের।
দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বিপিএল ও এনসিএলে ব্যস্ত ছিল বাংলাদেশের ক্রিকেটাররা। বছরের শুরুতে ফের জাতীয় দলের ডিউটিতে ডাক পড়েছে ক্রিকেটারদের।
সাথে ফিরে আসছে বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সফরের দুঃসহ স্মৃতি। তাই সামনে ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের আগে পেছনের ভুল নিয়েই বেশি কাজ করতে হচ্ছে বাংলাদেশকে।

ওয়ানডে অধিনায়ক মাশরাফি ত্রিদেশীয় সিরিজ জিতেই পেছনের ক্ষত শুকাতে চান। মিরপুরে অনুশীলন ক্যাম্প শেষে তিনি বলেছেন, 'অবশ্যই জেতার প্ল্যান থাকবে।
ত্রিদেশীয় সিরিজটা গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা থেক??? ফেরার সবাই আপসেট। আমরা যদি এটা জিততে পারি, তাহলে পরিস্থিতির মোড় ঘুরে যেতে পারে।'
বাংলাদেশ দল ৩২ সদস্যের স্কোয়াড ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প করছে বেশ কয়েকদিন ধরেই। পারিবারিক কারনে দেশের বাইরে থাকায় মঙ্গলবার ক্যাম্পে যোগ দিয়েছেন মাশরাফি।