ত্রিদেশীয় সিরিজের আগেই বাংলাদেশ ক্যাম্পে নতুন সদস্য

ছবি:

বাংলাদেশের ক্রিকেট থেকে চন্ডিকা হাথুরুসিংহে অধ্যায় শেষ হয়ে যাওয়ার পর বেশ কিছু পরিবর্তন আসছে জাতীয় দলের কোচিং প্যানেলে বলে খবর পাওয়া গেছে।
আর তারই প্রাথমিক ধাপ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়োগ দিয়েছে নতুন ভিডিও অ্যানালিস্ট। ইতিমধ্যে নতুন ভিডিও অ্যানালিস্ট হিসেবে শ্রীলঙ্কার শ্রীনিবাসন চন্দ্রশেখরের নিয়োগ চূড়ান্ত করেছে বোর্ড।

জানা গেছে আসন্ন ত্রিদেশীয় সিরিজের আগেই দলের সাথে যোগ দিবেন এই লঙ্কান। এই প্রসঙ্গে সাবেক টাইগার অধিনায়ক এবং বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন,
'ত্রিদেশীয় সিরিজের আগেই ভিডিও অ্যানালিস্ট নেয়ার কথা। হয়তো কিছুদিনের মধ্যেই আমরা নিয়ে নিব। যেহেতু পুরনো যিনি ছিলেন তিনি চলে গিয়েছেন। তবে সেটি কোনো ব্যাপার নয়, এই কোয়ালিটির আরও অনেকেই আছে।'
উল্লেখ্য আগামী মাসেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের। ত্রিদেশীয় সিরিজের পর লঙ্কানদের বিপক্ষে দুটি টেস্ট এবং দুটি টি টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ।