গ্রেনাডায় ফিরলেন স্মিথ

ছবি: ফাইল ছবি

সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সময় চোটে পড়েছিলেন স্মিথ। ফাইনালের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। পরের ইনিংসে অবশ্য ডানহাতি ব্যাটার ১৩ রানের বেশি করতে পারেননি। সাউথ আফ্রিকার ব্যাটিংয়ের দ্বিতীয় ইনিংসে নিজের চিরচেনা জায়গা স্লিপে ফিল্ডিং করছিলেন তিনি।
গ্রেনাডায় ফিরলেও স্লিপে ফিল্ডিং করতে পারবেন না স্মিথ
৩০ জুন ২৫
এমন সময় প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার ক্যাচ ছেড়ে ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান স্মিথ। চোট পাওয়ায় ম্যাচের বাকি অংশে আর ফিল্ডিং করতে পারেননি তিনি। অস্ত্রোপচার করতে না হলেও আট সপ্তাহ তাকে স্প্লিন্ট পড়তে হবে। তখন থেকেই ধারণা করা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষের দিকে ফিরতে পারেন ডানহাতি এই ব্যাটার। তবে গ্রেনাডায় দ্বিতীয় টেস্টেই ফেরানো হয়েছে তাকে।

স্মিথের ফেরায় একাদশ থেকে জায়গা হারাতে হয়েছে ইংলিসকে। বার্বাডোজের প্রথম ইনিংসে ৫ এবং দ্বিতীয় ইনিংসে ১২ রান করেছিলেন। ইংলিসের জায়গায় একাদশে ফিরে চারে ব্যাটিং করবেন স্মিথ। তবে কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্করা যখন বোলিং করবেন তখন স্লিপে ফিল্ডিং করতে পারবেন না। কামিন্স নিশ্চিত করেছেন, আরও অন্তত এক সপ্তাহ সময় লাগবে স্মিথের। তবে স্পিন বোলিংয়ের সময় স্লিপে দেখা যেতে পারে তাকে।
শাস্তি পেলেও রাগ পুষে রাখছেন না স্যামি
২ জুলাই ২৫
এ প্রসঙ্গে কামিন্স বলেন, ‘মাঠে নামতে সে (স্টিভ স্মিথ) প্রস্তুত, তার আঙুল ভালো অবস্থায় আছে। সে নিজে খুব খুশি ছিল, বিশেষ করে ব্যাটিং নিয়ে। ফিল্ডিংয়ে তাকে নিয়ে সম্ভবত একটু পরিবর্তন আনতে হবে আমাদের। স্লিপে হয়তো খুব বেশি দেখা যাবে না তাকে। স্পিনে হয়তো সে সামলে নিতে পারবে (স্লিপে), কিন্তু পেসারদের বোলিংয়ে স্লিপে দাঁড়াতে হয়তো আরও সপ্তাহখানেক লাগবে তার।’
টেস্টে উইকেটকিপার না হয়েও ১১৭ টেস্টে ২০০ ক্যাচ নিয়েছেন স্মিথ। অস্ট্রেলিয়ান ব্যাটারের বাইরে এমন কীর্তি আছে জো রুট, রাহুল দ্রাবিড়, মাহেলা জয়াবর্ধনে এবং জ্যাক ক্যালিস। অথচ স্মিথকেই স্লিপে পাওয়া যাবে না গ্রেনাডা টেস্টে। ফলে উইকেটের সামনের দিকে ফিল্ডিং করতে হবে তাকে। স্মিথের কাছেও এটা অদ্ভুত অভিজ্ঞতা হবে বলে জানান তিনি নিজেই।
স্মিথ বলেন, ‘আমার জন্য সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা হবে সম্ভবত উইকেটের সামনে দিকে ফিল্ডিং করা। আমার মনে হয় না টেস্ট ম্যাচে কখনও তা করেছি। মিড অন বা মিড অফ কিংবা ফাই লেগে ফিল্ডিং করা অবশ্যই প্রথম স্লিপ বা দ্বিতীয় স্লিপে ফিল্ডিং করার চেয়ে কিছুটা ভিন্ন।’