থাকছেন না কামিন্স, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অজিদের নেতৃত্বে ‘স্মিথ অথবা হেড’
ছবি: অস্ট্রেলিয়াকে জেতানোর আনন্দে ভাসছেন স্টিভ স্মিথ (বামে) এবং ট্রাভিস হেড (ডানে), ফাইল ফটো
বর্তমানে পিতৃত্বকালীন ছুটিতে থাকার জন্য শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে খেলতে পারছেন না কামিন্স। ছুটিতে না থাকলেও অবশ্য খেলা হতো না তার। ডিসেম্বর-জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার সিরিজে অ্যাঙ্কেলে চোট পান তিনি।
অস্ট্রেলিয়ার রানের পাহাড়, বিপর্যয়ে শ্রীলঙ্কা
৩০ জানুয়ারি ২৫এ ছাড়া চোটের কারণে অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে আগেই ছিটকে গেছেন মিচেল মার্শ। কামিন্সের না থাকাও অনেকখানি নিশ্চিত। পেসার জশ হ্যাজেলউডও আছেন ইনজুরিতে। সব মিলিয়ে বেশ টালমাটাল অস্ট্রেলিয়া।
ম্যাকডোনাল্ড বলেন, 'প্যাট কামিন্স কোনো ধরনের বোলিং এখনও শুরু করতে পারেনি। তার খেলার সম্ভাবনা তাই প্রবলভাবেই কম। যেটির মানে, আমাদের একজন অধিনায়ক প্রয়োজন। চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা নিয়ে দেশে প্যাট কামিন্সের সঙ্গে যখন আলোচনা হয়েছে আমাদের, স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের নামই এসেছে বিবেচনায়। নেতৃত্বের জন্য ওদের দুজনের দিকেই তাকাব আমরা।'
এক সিরিজেই ৯৯ থেকে দুইয়ে অভিষেক
১৭ মিনিট আগে'তাদের দুজনের নাম আসলে অবধারিতভাবেই আসার কথা। স্টিভ এখানে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। ক্যারিয়ারজুড়ে ওয়ানডেতে আগেও দারুণ কাজ করেছে সে। তাদের দুজনের মধ্যেই বেছে নেওয়া হবে।'
কামিন্স শেষ পর্যন্ত না থাকলে দলে ফিরতে পারেন পেসার শন অ্যাবট। এদিকে জশ হ্যাজেলউড না থাকলে সুযোগ মিলতে পারে স্পেন্সার জনসনের। আর মার্শের জায়গায় বদলি হিসেবে অলরাউন্ডার বেউ ওয়েবস্টার সুযোগ পেতে পারেন।