promotional_ad

কামিন্সকে পেছনে ফেলে ডিসেম্বরের সেরা বুমরাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
উইকেট প্রাপ্তির পর জসপ্রিত বুমরাহর উল্লাস,  ফাইল ফটো
ড্যান প্যাটারসন এবং প্যাট কামিন্স থেকে নিশ্চিতভাবেই এগিয়ে ছিলেন জসপ্রিত বুমরাহ। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত হারলেও টুর্নামেন্ট সেরার পুরষ্কার জিতেন ভারতের এই ফাস্ট বোলার। এবার অসাধারণ বোলিংয়ের কারণে ডিসেম্বরের মাসসেরা ক্রিকেটার হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি।

promotional_ad

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, প্যাট কামিন্স ও ডেন প্যাটারসনকে পেছনে ফেলে ২০২৪ সালের ডিসেম্বরে সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বুমরাহ। গত ডিসেম্বরে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার খেলা তিন টেস্টে ২২টি উইকেট নেন বুমরাহ।


আরো পড়ুন

বুমরাহকে নিয়েই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল

১৭ ঘন্টা আগে
চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারলেও স্কোয়াডে আছেন জসপ্রিত বুমরাহ

তার বোলিং গড় ছিল বেশ অবিশ্বাস্য- ১৪.২২। সেই তিনটি টেস্টের একটিতেও জিতেনি ভারত। তিন ম্যাচের দুটিতে অস্ট্রেলিয়া জিতেছে, আর বাকি একটি ড্র হয়েছে। ভারত না জিতলেও এই তিনটি ম্যাচে বেশ ভালোভাবেই ছিল বুমরাহর রেশ।


অ্যাডিলেডে দিবারাত্রির টেস্ট খেলে দুই দল। সেখানে প্রথম ইনিংসে চার উইকেট নেন বুমরাহ, দ্বিতীয় ইনিংসে অবশ্য উইকেট পাননি তিনি। ব্রিসবেনে পরের টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন তিনি।



promotional_ad

তারপর বক্সিং ডে টেস্টেও ৯ উইকেট নেন বুমরাহ। এই তিনটি ম্যাচ ছাড়া বাকি দুটি ম্যাচ মিলিয়ে পুরো সিরিজটিতে সর্বমোট ৩২টি উইকেট নিয়েছেন এই পেসার। অবশ্য শুধু ডিসেম্বর নয়, পুরো বছরই অনবদ্য পারফরম্যান্স ছিল বুমরাহর।


আরো পড়ুন

পান্ত-ওয়েবস্টারের ঝড়ের দিনে বল হাতে নায়ক বোল্যান্ড

৪ জানুয়ারি ২৫
দারুণ এক শট খেলছেন ঋষভ পান্ত, ফাইল ফটো

সবমিলিয়ে গত ১৩ টেস্টে ১৪.৯২ গড়ে ৭১টি উইকেট নিয়েছেন ভারতের এই পেসার। দারুণ এই পারফরম্যান্সে আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি। এদিকে
এ নিয়ে দ্বিতীয়বার আইসিসির মাসসেরা হয়েছেন বুমরাহ। এর আগে ২০২৪ সালের জুন মাসে মাসসেরা হন তিনি।


ডিসেম্বরের সেরা খেলোয়াড় হওয়ার পর অনুভূতি জানাতে গিয়ে বুমরাহ বলেন, ‘পরিশ্রমের স্বীকৃতি পেলে সবারই ভালো লাগে। ডিসেম্বরের সেরা খেলোয়াড় হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। নিজের ব্যক্তিগত এ সাফল্য আমাকে সবসময় ভালো করার জন্য অনুপ্রাণিত করে।’



বুমরাহ আরও যোগ করে বলেন,‘আমার খেলা সিরিজ গুলোর মধ্যে বোর্ডার-গাভাস্কার সিরিজ অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। এটা আমার নিজের জন্য সম্মানের যে সেখানে আমি দেশের হয়ে ভালো করতে পেরেছি।’


একইদিনে আইসিসি ঘোষণা করেছে নারী বিভাগে মাসসেরার নামও। এই স্বীকৃতি পেয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। মাসসেরার লড়াইয়ে অস্ট্রেলিয়া ব্যাটারের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতের স্মৃতি মান্ধানা ও সাউথ আফ্রিকার ননকুলুলেকো এমলাবা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball