সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত জানালো কলকাতা

ছবি:

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান তার আইপিএল ক্যারিয়ারের শুরু থেকেই আছেন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। ২০১১ সালের পর প্রতিটি আসরেই কলকাতার নীল-সোনালী জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন সাকিব।
দীর্ঘ ৭ বছর এই টাইগার অলরাউন্ডারকে রিটেইন করেছে দলটি। কিন্তু লম্বা সময় ধরে চলা এ বাঁধনটা শেষ পর্যন্ত আলগা হয়ে গেছে। কলকাতা ছেড়ে দিয়েছে সাকিবকে। সাত বছর পর আইপিএলের নিলামে উঠতে হচ্ছে বাংলাদেশ দলের টি২০ ও টেস্ট দলপতিকে।

২৭ ও ২৮ জানুয়ারি আইপিএলের নিলামে উঠতে আগ্রহ প্রকাশ করা বাংলাদেশের ৮ ক্রিকেটারের নাম বিসিসিআইকে পাঠিয়েছে বিসিবি। যাঁদের মধ্যে আছে সাকিবের নামও। প্রতিবছরই আইপিএলের নিলামে বাংলাদেশের একাধিক খেলোয়াড়ের নাম উঠতে দেখা যায়।
আইপিএলের গত আসরেও সাকিবকে তাঁর ২ কোটি ৮০ লাখ রুপির দাম শোধ করে রেখে দিয়েছিল কলকাতা। এবার বিশ্বসেরা অলরাউন্ডারকে যে আর ধরে রাখবে না আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। এবার তাই হলো। বিসিবির পাঠানো তালিকা বলে দিচ্ছে, সত্যিই কলকাতা আর ধরে রাখছে না সাকিবকে।
অবশ্য তাঁকে নিলাম থেকে আবারও দলে ভেড়ানোর সুযোগ আছে কলকাতার। তবে, এই অলরাউন্ডারকে দলে ভেড়াতে হলে মোটা অঙ্ক গুনতে হবে দলটিকে। কারণ সাকিব ওয়ানডে, টেস্ট ও টি২০ তিন ফরম্যাটের ক্রিকেটেই বিশ্ব সেরা অলরাউন্ডার।
বিশ্ব জুড়ে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ গুলোতেও বেশ জনপ্রিয় তিনি। তবে, কলকাতার সাকিবের প্রতি আবার আগ্রহ না দেখানোর সম্ভাবনাই বেশি। গতবার পুরো মৌসুমে সাকিব মাত্র এক ম্যাচ খেলেছিলেন কলকাতার হয়ে। ১ রানে অপরাজিত ছিলেন, বল হাতে ৩ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য।