আইপিএলে আট বাংলাদেশিকে পাঠাতে চায় বিসিবি

ছবি:

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশতম আসরের পর্দা উঠছে আগামী ৪ এপ্রিল। আইপিএলের গত কয়েক আসরেই বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন দুই টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
সাকিব কলকাতা নাইট রাইডার্সে খেললেও মুস্তাফিজ সানরাইজার্স হায়দ্রাবাদের কমলা জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন গত দুই আসরে। অবশ্য এবারের আসরের আগে এই দুই টাইগার তারকাকে রিটেইন করেনি তাদের দল কলকাতা ও হায়দ্রাবাদ।

ফলে, এবারের আসরের নিলামের মধ্য দিয়ে নতুন দলে নাম লেখানোর সুযোগের রয়েছে সাকিব-মুস্তাফিজদের। এদিকে, আইপিএলের একাদশ আসরে খেলতে আগ্রহী ৮ বাংলাদেশি ক্রিকেটারের তালিকা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠিয়েছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি মঙ্গলবার (৩ জানুয়ারি) সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে। বেঙ্গালুরুতে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি আইপিএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে।
সেখান থেকেই নিজেদের পছন্দের খেলোয়াড়দের বেঁছে নেবে আইপিএলের ১১টি ফ্র্যাঞ্চাইজি। এদিকে, এবারের আসর দিয়ে আবারও আইপিএলে ফিরছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়েলস। ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে গত দুই আসরে নিষিদ্ধ ছিল দল দুটি।
বিসিসিআই বরাবর বিসিবির পাঠানো আটজন ক্রিকেটারের তালিকাঃ সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, আবুল হাসান, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস ও সাব্বির রহমান।