কোহলিদের কোচ নেহরা

ছবি:

সাবেক ভারতীয় পেসার আশিস নেহরা আইপিএলের গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে শিরোপা জিতেছেন। এবারের আসরে নেহরাকে বোলিং কোচের ভূমিকায় দেখা যাবে। ভিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচিং স্টাফে নাম লিখিয়েছেন এই সাবেক ভারতীয় পেসার।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন নেহরা। ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৩২টি অফিসিয়াল টি-টোয়েন্টি ম্যাচে ১৬২ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।

এদিকে, এবারই প্রথম বারের মতো কোনো দলের কোচিং স্টাফে যুক্ত হলেন নেহরা। এদিকে, ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী কোচ দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেনকে ব্যাটিং কোচ হিসেবে যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আবারো হেড কোচ পদে থাকছেন গত আসরে দলের সঙ্গে থাকা ড্যানিয়েল ভেট্টোরি। তিনবারের (২০০৯, ২০১১, ২০১৬) রানার্সআপ তারকাবহুল বেঙ্গালুরু এখনো শিরোপার স্বাদ পায়নি।আইপিএলের আসন্ন আসরের খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি।
বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-২০ আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশতম আসরের পর্দা উঠবে ৪ এপ্রিল। গত বছরের শ্বাসরুদ্ধকর ফাইনালে রাইজিং পুনে সুপারজায়ান্টকে ১ রানে হারিয়ে তৃতীয়বারের মতো এই ঘরোয়া লিগের শিরোপা জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
এবার ফিক্সিং অপরাধে দু’বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএলে ফিরছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। চেন্নাই ও রাজস্থান ২০১৫ সালে শেষবার আইপিএল খেলেছিল। এরপর নিষেধাজ্ঞার খড়গে পড়ে দুই আসরে নিষিদ্ধ ছিল তারা।