কোহলি-গেইলদের কোচ হচ্ছেন কার্স্টেন!

ছবি:

সংবাদ মাধ্যমে খবর বেড়িয়েছে ফেব্রুয়ারিতেই ব্যাটিং উপদেষ্টা হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান কোচ গ্যারি কার্স্টেন। তবে, আন্তর্জাতিক কোনো দলের সঙ্গে কোচ হিসেবে তার যোগ দেয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। কারণ তার নজর এখন কেবল ঘরোয়া টি২০ লিগের দলগুলোর দিকেই।
গ্যারি কার্স্টেন এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ায়। প্রথমবারের মতো বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সকে কোচিং করাচ্ছেন তিনি। জানা গেছে আইপিএলের আগামী আসরে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী এই সাবেক কোচকে দেখা যেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচ হিসেবে।
যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে ফ্র্যাঞ্চাইজি যে কার্স্টেনকে নিতে যাচ্ছে সেই খবর ছড়িয়ে পড়েছে ভারতীয় গণমাধ্যমে। বেশ কয়েক আসর ধরেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নেতৃত্ব দিচ্ছেন ভারতের তিন ফরম্যাটের ক্রিকেটের দলপতি ভিরাট কোহলি।

আইপিএলের গত আসরে দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক কিউই অধিনায়ক, স্পিন কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরি। কার্স্টেন আরসিবিতে যোগ দিলেও ম্যানেজমেন্টের অংশই থাকবেন ভেট্টোরি। কারণ, গত আসরে এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইলদের নিয়ে সাজানো তারকা বহুল দলটিকে বেশ ভালো ভাবেই সামলেছেন ভেট্টোরি।
এদিকে, ভারতের কোচ হিসেবে খুব সফল ছিলেন কার্স্টেন। তার কোচিংয়েই ২০১১ বিশ্বকাপ নিজেদের করে নেয় ভারত। তারপর কোচের মেয়াদ ফুরোলে আর থাকেননি কার্স্টেন। পরে ভারতে ফিরেছিলেন ২০১৪ সালে আইপিএল দল দিল্লি ডেয়ারডেভিলসের সাথে ৩ বছরের চুক্তিতে। কিন্তু ২০১৫ মৌসুম শেষে টানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ডেভিলসদের ঘর ছাড়তে হয় কার্স্টেনকে।
জাতীয় দলের এই সফল কোচের আইপিএল কোচিং ক্যারিয়ার অবশ্য খুব একটা ভালো ছিলো না। তার অধীনে ডেয়ারডেভিলসরা ২৮ ম্যাচের মোটে সাতটিতে জিতেছিল। দুই মৌসুম মিলিয়ে হার ছিল ২০ ম্যাচে। কার্স্টেনের মতো একজন নামী কোচের সিভিতে এটা কালো অধ্যায় হিসেবেই থাকবে।