এসএ টোয়েন্টির জন্য স্কোয়াডে ১৫ জনও পাচ্ছে না সাউথ আফ্রিকা
ছবি: দ্বিতীয় সারির দল নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে সাউথ আফ্রিকা
এমন কাণ্ডের পর বিশ্ব জুড়ে সমালোচনার মুখে পড়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। যদিও বোর্ডের ঢাল হয়ে টেস্ট দলের প্রধান কোচ শুকরি কনরাড বলেছিলেন, এসএ টোয়েন্টি লিগ না থাকলে সাউথ আফ্রিকায় টেস্ট ক্রিকেটও থাকবে না। বছরখানেক পর আবারও একই সমস্যায় পড়তে হচ্ছে সাউথ আফ্রিকাকে। ৮ ফেব্রুয়ারি লাহোরে শুরু হবে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ।
ভারতের কাছে হেরে আবারও সাউথ আফ্রিকার স্বপ্নভঙ্গ
২ ফেব্রুয়ারি ২৫প্রোটিয়াদের প্রথম ম্যাচ ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে, লাহোরে। নিজেদের প্রথম ম্যাচের জন্য মাত্র ১২ সদস্যের দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। বাভুমাকে অধিনায়ক করে ঘোষিত ১২ সদস্যের স্কোয়াডের ৬ জনের এখনও অভিষেকই হয়নি। অর্থাৎ এসএ টোয়েন্টি লিগের জন্য পুরো স্কোয়াডই বানাতে পারছে না তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা মার্কো জানসেন, মার্করাম, রাবাদা, ডেভিড মিলার, রায়ান রিকেলটন, ট্রিস্টিয়ান স্টাবস এবং রাসি ভ্যান ডাসনের কেউই নেই দলে। তাদের কেউই ত্রিদেশীয় সিরিজের কোন ম্যাচ খেলবেন না। যতটুকু জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের বিমান ধরবেন তারা। তবে ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে যোগ দিতে পারেন কেশভ মহারাজ এবং হেনরিখ ক্লাসেন।
আরও বেশি কয়েকজন ক্রিকেটার যোগ দেবেন এসএ টোয়েন্টি লিগের এলিমিনেটর শেষে। ৫ ফেব্রুয়ারি সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের বিপক্ষে খেলবে জোবার্গ সুপার কিংস। সেখান থেকে বাদ পড়া দলের ক্রিকেটারদের পাঠানো হতে পারে ত্রিদেশীয় সিরিজে। ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনাল শেষে ৯ ফেব্রুয়ারি নতুন করে স্কোয়াড ঘোষণা করবে সাউথ আফ্রিকা। তাদেরকে দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য স্কোয়াডে নেয়া হয়েছে ব্যাটার মিকা-ইল প্রিন্স, পেসার গিডোন পিটার্স, ইথান বশ এবং অলরাউন্ডার মিহলালি এমপোংওয়ানা। প্রোটিয়াদের হয়ে টেস্ট এবং টি-টোয়েন্টি খেলা ম্যাথু ব্রিটজ এবং ৪ টেস্ট খেলা সেনুরান মুথুস্যামিকে নিয়ে যাওয়া হচ্ছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার জেরাল্ড কোয়েটজি। এ ছাড়া উইয়ান মুল্ডার এবং কাইল ভেরেইনাকে রাখা হয়েছে স্কোয়াডে।
সাউথ আফ্রিকার স্কোয়াড- টেম্বা বাভুমা (অধিনায়ক), ইথান বশ, ম্যাথু ব্রিটজ, জেরাল্ড কোয়েটজি, জুনিয়র ডালা, উইয়ান মুল্ডার, মিহলালি এমপোংওয়ানা, সেনুরান মুথুস্যামি, গিডোন পিটার্স, মিকা-ইল প্রিন্স, জেসন স্মিথ এবং কাইল ভেরেইনা।