পুরোনো ইনজুরিই যেন ফিরে আসে বারবার!

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন

২৫ জুলাই ২৫
বোলিংয়ের সময় মোহাম্মদ সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

সূচি অনুযায়ী চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে শ্রীলঙ্কা দলের। অনুময়েভাবেই আসন্ন এই সিরিজে খেলার কথা ছিল অ্যাঞ্জেলো ম্যাথুজের। তবে পুরোনো ইনজুরি যেন ফিরে এলো এবার। তাতে প্রোটিয়াদের বিপক্ষে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।


লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সেমিফাইনালে গল গ্লাডিয়েটর্সের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি। তবে ম্যাথুজের ইনজুরিতে কতটা গুরুতর তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া সিরিজে খেলতে পারবেন না তিনি।


promotional_ad

যদিও এমআরআই করানোর পরই জানা যাবে তাঁর ইনজুরির অবস্থা। এ প্রসঙ্গে ম্যাথুজ ইএসপিএনক্রিকইনফোকে বলেন, ‘ফিজিও এটি পর্যবেক্ষণ করছে এবং সে বলেছে যে আমি দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে যেতে পারি। নিশ্চিত হওয়ার জন্য আজ এমআরআইয়ের রিপোর্ট পাব।’


ঘটনাটি ঘটে গলের বিপক্ষে চতুর্থওভারে। ওই ওভারে দৌড় দেয়ার সময় চোটে পড়েন তিনি। যে কারণে তখনই মাঠের বাইরে চলে যান শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক। পরে আর মাঠে ফেরেননি তিনি।


করোনার সময়টায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মুখিয়ে ছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। যদিও ফেরার সময়টা দীর্ঘ হয়েছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ স্থগিত হওয়ায়। আন্তর্জাতিক ক্রিকেটে না ফিরতে পারলেও ঘরের মাঠে ইতোমধ্যে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) মাঠে গড়িয়েছে তারা। এবার পালা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার।


২৬ ডিসেম্বর হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট হবে ৩ জানুয়ারিতে। সিরিজটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। ম্যাচ ও অনুশীলন সেশন হবে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ও দক্ষিণ আফ্রিকা সরকারের কোভিড-১৯ প্রটোকল মেনে। একই সঙ্গে ম্যাচগুলো হবে দর্শকশূণ্য স্টেডিয়ামে।


দক্ষিণ আফ্রিকা - শ্রীলঙ্কা সিরিজের সূচি:
প্রথম টেস্ট: ২৬-৩০ ডিসেম্বর, সেঞ্চুরিয়ন
দ্বিতীয় টেস্ট: ৩-৭ জানুয়ারি, জোহানেসবার্গ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball