সাড়ে চার হাজারি ক্লাবে ভিলিয়ার্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সোমবার (২৮ সেপ্টেম্বর) মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বাইকে ২০২ রানের পাহাড়ে চাপা দিতে বড় ভূমিকা রেখেছিলেন ব্যাঙ্গালোরের ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। তার ২৪ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে বড় সংগ্রহ পেয়েছিল দল।
দলকে বড় সংগ্রহে নিয়ে যাবার পাশাপাশি ব্যক্তিগত এক মাইলফলকে পৌঁছে যান এই প্রোটিয়া ব্যাটসম্যান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চম ব্যাটসম্যান হিসেবে প্রবেশ করেন সাড়ে চার হাজার রানের এলিট ক্লাবে।

আইপিএলের গেল আসরেই ৪ হাজারি ক্লাবে নাম লিখিয়েছিলেন মি. ৩৬০ ডিগ্রি। আর চলতি আসরে যোগ দিলেন কোহলি রোহিত শর্মাদের সঙ্গে সাড়ে চার হাজারি ক্লাবে।
একই সঙ্গে এই তালিকার দ্বিতীয় বিদেশী খেলোয়াড় তিনি। সাড়ে চার হাজারি ক্লাবে প্রবেশ করা প্রথম বিদেশী খেলোয়াড় ছিলেন সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
ডি ভিলিয়ার্সের ক্যারিয়ারের সেরা আইপিএল মৌসুম ছিল ২০১৬ সালে। আইপিএলের সেই আসরে ১৬ ম্যাচে ৬৮৭ রান করেছিলেন এই তারকা ব্যাটসম্যান।
২০১৫ সালের আসরে সমান সংখ্যক ম্যাচে করেছিলেন ৫১৩ রান। তবে সে আসরে ছিল তার দুর্দান্ত টুর্নামেন্ট সেরা অপরাজিত ১৩৩ রানের এক ইনিংস।