promotional_ad

বিগ ব্যাশ মাতাবেন কাদির পুত্র

ছবিঃ ক্রিকইনফো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জাতীয় দল বা পাকিস্তান সুপার লীগে (পিএসএল) না খেলেই বিগ ব্যাশ মাতাবেন পাকিস্তানের কিংবদন্তী লেগ স্পিনার আব্দুল কাদিরের পুত্র উসমান কাদির। 


আসন্ন বিগ ব্যাশের মৌসুমের জন্য ডানহাতি এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে পার্থ স্কোরসার্চ। বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগারের পরিবর্তে তাকে দলে ভেড়ানো হয়েছে বলে জানায় স্কোরচার্চ কর্তৃপক্ষ। 


২৫ বছর বয়সী কাদির, অস্ট্রেলিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। সেই সঙ্গে স্কোরচার্চদের ১৮ সদস্যের দলেও থাকবেন তিনি।  


promotional_ad

পাকিস্তানের হয়ে কয়েকটি ঘরোয়া লীগের ম্যাচ খেলেছেন এই কাদির পুত্র। এছাড়াও সাউথ অস্ট্রেলিয়ার হয়ে এখন মাতিয়ে বেড়াচ্ছেন এই স্পিনার। তাকে দলে নেয়ার ব্যাপার স্কোরচার্চ কোচ অ্যাডাম ভোজেস জানান, 


'অ্যাস্টন অ্যাগারের পরিবর্তে তাকে দলে নিয়েছি আমরা। আমরা গতবছরই জেনে গিয়েছিলাম যে এবছর অ্যাগার খেলতে পারবেনা। তাই গত বছরই সিদ্ধান্ত নেই আমরা দুজন বিদেশী ক্রিকেটার খেলানোর। এসব বিবেচনা করেই কাদিরকে দলে নিয়েছি আমরা।' 


ঘরোয়া লীগে এখন পর্যন্ত মোট ১৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন উসমান। যেখানে ২১ গড়ে ১১ উইকেট নিয়েছেন তিনি। তার ইকোনমি রেটও দুর্দান্ত, মাত্র ৫.৭৭। 


আসন্ন বিগ ব্যাশ মৌসুমে পার্থ স্কোরচার্সকে নেতৃত্ব দিবেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। শুক্রবার ডানহাতি এই অলরাউন্ডারের অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করে স্কোরচার্স কর্তৃপক্ষ।


এর আগের সাত মৌসুমে অ্যাডাম ভোজেসের নেতৃত্বে তিনবার শিরোপা জিতেছে দলটি। কিন্তু আসন্ন মৌসুম থেকে দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball