জ্যাম্পার বদলি সোধি

ছবি: ছবিঃ ইসপিএন

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন জ্যামাইকা তালাওয়াসের অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ার আসন্ন ঘরোয়া মৌসুমে যোগ দিতেই সিপিএল ছাড়তে হচ্ছে তাকে।
জ্যাম্পার পরিবর্তে আন্দ্রে রাসেলের দলে যোগ দিচ্ছেন কিউই লেগ স্পিনার ইশ সোধি। এবারই প্রথম সিপিএলে অংশ নিচ্ছেন এই ডানহাতি লেগ স্পিনার।

সম্প্রতি ভিটালিটি ব্লাস্টে বল হাতে দারুন পারফর্মেন্স করেছেন সোধি। নটিংহ্যামশ্যায়ারের হয়ে ১৫ ম্যাচ খেলে তার শিকার মোট ১৯ উইকেট।
এছাড়াও চলতি বছর আইপিএলে অভিষেক হয়েছে তার। আফগান লেগ স্পিনার জহির খান ইনজুরিতে পড়ার কারণে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছিলেন তিনি।
এদিকে চলতি আসরে জ্যামাইকার হয়ে ৯ উইকেট শিকার করেছেন জ্যাম্পা। সেন্ট লুসিয়ার বিপক্ষে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলকে জিতিয়েছিলেন এই লেগ স্পিনার।
সিপিএলের প্লে-অফে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন আন্দ্রে রাসেলের জ্যামাইকা। তৃতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করা দলটি মুখোমুখি হবে গায়ানা আমাজন ওয়ারির্সের বিপক্ষে।