promotional_ad

বাংলাদেশীদের ইদ উপহার দিলেন রিয়াদরা

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


জাতীয় দলের সতীর্থরা যখন ঈদের আনন্দ করতে ব্যস্ত তখন ঈদের দিন মাঠে নেমেছিলেন টাইগার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। আর ঈদের দিন খেলতে নেমে দারুন পারফর্ম করেছেন তিনি।


বল হাতে তার শিকার ২০ রান দিয়ে ২ উইকেট। সেই সঙ্গে মেইডেনও নিয়েছেন একটি। রিয়াদদের দুর্দান্ত বোলিংয়ের সামনে এদিন দাঁড়াতেই পারেনি সেন্ট লুসিয়া স্টার্সের ব্যাটসম্যানরা।


promotional_ad

নির্ধারিত ২০ ওভারের মধ্যে মাত্র ১২.৩ ওভারেই সবকটি উইকেট হারিয়ে বসে দলটি। কায়েস আহমেদ ২৪ এবং ডেভিড ওয়ার্নার দলের পক্ষে করেন ১৪ রান।


এই দুজন ছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। শ্যানন কটরিয়েল ৩টি, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সান্দিপ লামিচানে ২টি করে উইকেট নিয়ে আন্দ্রে ফ্লেচারদের মাত্র ৬৯ রানে থামিয়ে দেন।


জবাবে ৭০ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সেন্ট কিটস। যদিও তিন উইকেট হারাতে হয়েছিল দলটিকে। অধিনায়ক ক্রিস গেইল এদিন ব্যাট করতে নামেননি।


ডেভন থমাস সর্বোচ্চ ৩৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। এছাড়াও ব্র্যান্ডন কিং করেন ১৭ রান। সব মিলিয়ে হেসে খেলে জয় পেয়ে মাঠ ছাড়ে মাহমুদুল্লাহ রিয়াদের দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball