জাকিরের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি

ছবি:

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে রবিবার টসে জিতে ব্যাটিং করতে নেমে লিটন কুমার দাস এবং জাকির হাসানের জোড়া সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৩২ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিলো মমিনুল হকের ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।
লিটন ১১২ রানে আউট হলেও জাকির অপরাজিত ছিলেন ১৫৬ রানে। আর আজ এই রান নিয়ে দ্বিতীয় দিন খেলতে নেমে দারুণ ব্যাটিং করে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন ১৯ বছর বয়সী এই তরুণ ব্যাটসম্যান। আর এরই সাথে ক্যারিয়ার সেরা

শেষ খবর পাওয়া পর্যন্ত বর্তমানে ক্রিজে তিনি অপরাজিত আছেন ২০০ রানে, অপর প্রান্তে ২০ রান নিয়ে তাঁর সাথে ব্যাটিং করছেন ইয়াসির আলি রাব্বি। আর ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের সংগ্রহ ৪ উইকেটে ৪২৫ রান।
এর আগে প্রথম দিন ব্যাটিংয়ে নেমে লিটন ও জাকিরের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ নিয়ে খেলা শেষ করেছিলো মমিনুল হকের দল পূর্বাঞ্চল। এই দুই ব্যাটসম্যান ছাড়াও ৬০ রান করেছিলেন তাসামুল হক।
বিসিএলের প্রথম রাউন্ডে দারুণ ডাবল সেঞ্চুরির দেখা পাওয়া অধিনায়ক মমিনুল হক অবশ্য এদিন ছিলেন ব্যর্থ। মাত্র ৪ রান করে আউট হন তিনি।