লিটন রান করবে এটাই স্বাভাবিক: সুজন

ছবি: ৬০ রানের ইনিংস খেলার পথে লিটন, ক্রিকফ্রেঞ্জি

যদিও সেই ম্যাচে ছিলেন না লিটন। দলটির দ্বিতীয় ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে মাত্র ১৪ রান করে আউট হয়েছিলেন লিটন। এরপর সোমবার অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে লিটন খেলেছেন ৬২ বলে ৬০ রানের ঝকঝকে ইনিংস। লিটন অবশ্য এই ম্যাচে ব্যাট করেছেন তিন নম্বরে।
অমিত-ইমরানুজ্জামানের জুটির সেঞ্চুরিতে অগ্রণীর জয়
৫ ঘন্টা আগে
লিটন রানে ফেরায় দারুণ খুশি গুলশান ক্লাবের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। লিটন রান করবেন এটাই স্বাভাবিক মনে করছেন তিনি। তার বিশ্বাস এই উইকেটরক্ষক ব্যাটার রানের ধারা অব্যাহত রাখবেন বাংলাদেশের এই লিস্ট 'এ' টুর্নামেন্টে।
লিটনের প্রশংসা করে সুজন বলেন, 'লিটন রান করবে এটাই স্বাভাবিক, সে রান করবে না এটাই অস্বাভাবিক। লিটন আরও বড় রান করবে, সেঞ্চুরি করবে সেটাই আমরা দেখতে চাই। শেষ ম্যাচে ভালো শুরু করে আউট হয়ে গিয়েছিল। আজকে ৬০ রান করে আউট হয়ে গেছে। এটাও মনে করব সেট হয়ে আউট হয়ে গেছে, আরও বড় ইনিংস খেলতে পারত হয়তোবা।'

লিটন রানে ফিরলেও অগ্রণী ব্যাংকের বিপক্ষে গুলশান হেরেছে ৬ উইকেটের ব্যবধানে। সুজন তাই লিটনের ইনিংস নিয়ে একটু আক্ষেপও করেছেন। লিটনের ইনিংস বড় হলে তার দলের রানও আরেকটু বড় হতো বলে ধারণা সুজনের। লিটনের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই সুজনের। সব মিলিয়ে লিটন আরও শক্তিশালী হয়ে ফিরবেন বলে আশাবাদী সুজন।
ইফতিকে বলে রেখেছিলাম নিয়মিত বল করতে হবে: সুজন
৩ মার্চ ২৫
তিনি বলেন, 'ও বড় ইনিংস খেললে দলের রান আরও বেশি হতো। তবে রানে ফিরেছে এটাই বড় কথা। সামনে আরও বড় ম্যাচ আছে। লিটন সবসময়ই ফর্মে থাকে। আমি বলি, ফর্ম ইজ টেম্পরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। লিটন একটা ক্লাস এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি বিশ্বাস করি সে আরও ভালোভাবে ঘুরে দাঁড়াবে। শক্তিশালী হয়ে ফিরবে।'
লিটন বেশ কিছু দিন ধরেই নিজেকে হারিয়ে খুঁজছেন। বাজে ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে তাকে বাদ দিয়েই খেলেছে বাংলাদেশ। তবে বিপিএলে কয়েকটি ইনিংসে দারুণ খেললেও ধারাবাহিকভাবে ভালো খেলতে পারেননি তিনি। ডিপিএলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে আবারও ৫০ ওভারের জাতীয় দলে ফিরতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।