উইকেট পেয়ে অক্ষর প্যাটেলের উল্লাস

হ্যাটট্রিক বঞ্চিত করায় অক্ষরকে ডিনার করাবেন রোহিত

জাকের আলী ব্যাটিংয়ে এসে নিজের খেলা প্রথম বলেই আলতো করে খোঁচা দিয়েছিলেন। অক্ষর প্যাটেলের অফ স্টাম্পের একটু বাইরের লেংথ ডেলিভারি জাকেরের ব্যাটের কানায় লেগে চলে যায় প্রথম স্লিপে থাকা রোহিত শর্মার হাতে। সহজ ক্যাচ হলেও সেটা লুফে নিতে পারেননি ভারতের অধিনায়ক। ক্যাচ ছেড়ে হতাশায় মাটিতে চাপড় মারেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার হ্যাটট্রিকের সুযোগ পেয়েও সেটা করতে না পারায় অক্ষরের মাথায় হাত। অক্ষরকে হ্যাটট্রিক বঞ্চিত করার মাশুল হিসেবে বাঁহাতি স্পিনারকে ডিনার করাতে চান রোহিত।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক