ডিপিএলে বিজয়দের ছাড়িয়ে গেলেন মেনারিয়া

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) গ্রুপ পর্বের খেলা শেষ। ১১ ম্যাচ শেষে ডিপিএলের রান তালিকার শীর্ষে অবস্থান করছেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির ভারতীয় রিক্রুট অশোক মেনারিয়া।


আইপিএলে রাজস্থানের হয়ে খেলা এই ক্রিকেটার ডিপিএলে ১১ ম্যাচ খেলে ৮১.৪২ গড়তে করেছেন ৫৭০ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি ছয়টি হাফ সেঞ্চুরি আছে তার। রান তালিকার দ্বিতীয়তে আব্দুল মজিদ।


promotional_ad

লিজেন্ডস অফ রুপগঞ্জের এই ক্রিকেটারের সংগ্রহ ৫৩.৬০ গড়ে ৫৩৬ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি চারটি হাফ সেঞ্চুরি আছে তার। তালিকার তৃতীয় স্থানে আছেন লিজেন্ডস অফ রুপগঞ্জের আরেক ব্যাটসম্যান নাইম ইসলাম।


মজিদের সমান সংখ্যক সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি সহকারে নাইমের সংগ্রহ ৫২৯ রান। এছাড়া তালিকার চতুর্থ অবস্থানে আছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের আল আমিন (৪৯৫ রান)।


পঞ্চম স্থানে আছেন আবাহনী লিমিটেডের এনামুল হক বিজয় (৪৯০ রান)। লীগে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন মোহাম্মদ আশরাফুল (তিনটি)। এছাড়া দুটি করে সেঞ্চুরি আছে নাজমুল ইসলাম শান্ত, জহরুল ইসলাম এবং লিটন দাসের।     



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball