শহীদ ও আসিফের বোলিং তোপে দিশেহারা কাপালি বাহিনী

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লিগের আজকের ম্যাচে লিজেন্ডস অফ রুপগঞ্জকে মাত্র ১৭৯ রানের টার্গেট দিয়েছে অলোক কাপালির ব্রাদার্স ইউনিয়ন। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ডিপিএলের ৬০তম ম্যাচে খেলতে নেমে শুরুতে টসে জিতে ব্রাদার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন রুপগঞ্জ অধিনায়ক নাইম ইসলাম। 


এরপর খেলতে নেমে রুপগঞ্জের দুই বোলার মোহাম্মদ শহীদ এবং আসিফ হাসানের তান্ডবে মাত্র ১৭৮ রানে গুঁটিয়ে যায় কাপালি বাহিনী। শহীদ ৪১ রানে ৪টি এবং আসিফও ২৩ রানে ৪ উইকেট শিকার করেন। এছাড়াও ৩১ রানে ২ উইকেট নিয়েছেন পারভেজ রসুল।


রুপগঞ্জ বোলারদের তোপের সামনে এক ওপেনার মিজানুর রহমান ছাড়া ব্রাদার্সের আর কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। মিজানুরের ৬৩ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেছেন দেবব্রত দাস। এছাড়াও জুনায়েদ সিদ্দিকি ২৬, অধিনায়ক অলোক কাপালি ২০ এবং ইয়াসির আলি ১৪ রান করেন। বাদবাকি আর কেউই বলার মতো রান করতে পারেননি। 


promotional_ad

লিজেন্ডস অফ রুপগঞ্জ- 


সালাউদ্দিন পাপ্পু, আব্দুল মজিদ, আসিফ হাসান, নাইম ইসলাম (অধিনায়ক), তুষার ইমরান, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন মিলন, মোশাররফ হোসেন, সৈয়দ রাসেল, পারভেজ রসূল।


ব্রাদার্স ইউনিয়ন- 


মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, মাইশুকুর রহমান, দেবব্রত দাস, অলোক কাপালি (অধিনায়ক), ইয়াসির আলি, সোহরাওয়ার্দি শুভ, ইফতেখার সাজ্জাদ, রনি হোসেন, শাখাওয়াত হোসেন, খালেদ আহমেদ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball