promotional_ad

কাউন্টি দল হ্যাম্পশায়ারের মালিকানা কিনছে দিল্লি ক্যাপিটালস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের মালিকানায় রয়েছে জিএমআর গ্রুপ। তারা এরই মধ্যে এসএ টোয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালস ও আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের মালিকানা কিনেছে। এবার তারা ইংলিশ কাউন্টিতে চোখ রাখছে।


ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী ইংলিশ কাউন্টির দল হ্যাম্পশায়ার ক্রিকেট ক্লাবের মেজরিটি শেয়ার কিনতে চলেছে। হ্যাম্পশায়ারের ৪৯ শতাংশ শেয়ার কেনার জন্য জিএমআর গ্রুপ প্রায় ১২০ মিলিয়ন পাউন্ড খরচ করতেও প্রস্তুত বলে জানা গেছে।



promotional_ad

এমনটা হলে তারাই প্রথম ভারতীয় কোনো প্রতিষ্ঠান হবে যারা ইংলিশ কাউন্টির কোনো দলের মালিকানায় থাকবে।জিএমআর গ্রুপ এবং জেএসডব্লিউ গ্রুপের আংশিক মালিকানাধীন দিল্লি ক্যাপিটালস পুরুষ ও নারী আইপিএলে লম্বা সময় ধরে বিনিয়োগ করে আসছে।


এরপর বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেও হাজির হয়েছে। এবার ইংল্যান্ডে নিজেদের ব্যবসা বিস্তৃত করতে চলেছে।এর আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে দ্য হান্ড্রেডে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণও জানিয়েছিল।


অবশ্য সেই সময় কোনো আইপিএলের ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি ১০০ বলের টুর্নামেন্টে দল কেনার ক্ষেত্রে। হ্যাম্পশায়ার ক্লাবের প্রধানের পদে ২৩ বছর কাটানোর পর গত বছরই চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ব্র্যান্সগ্রোভ। তবে হ্যাম্পশায়ারে তার ৬০ শতাংশের বেশি মালিকানা রয়েছে।



ফলে মালিকানা হস্তান্তর করতে গিয়ে কোনও জটিলতা বা সমস্যার মুখোমুখি হতে হবে না ব্র্যান্সগ্রোভকে। আইপিএলের সঙ্গে বেশ আগে থেকেই যোগসূত্র রয়েছে হ্যাম্পশায়ারের। আইপিএলের দল রাজস্থান রয়্যালসের সঙ্গে জুটি বেধেছিল তারা।


২০১০ থেকে ২০১৩ এই তিন বছরের জন্য হ্যাম্পশায়ার রয়্যালস নামে খেলেছিল কাউন্টির দলটি। এরপর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আবারও তারা পুরোনো নামে ফিরে যায়। এবার মালিকানা বদলাতে তাদের নামেও আসতে পারে বড় পরিবর্তন। এখনও পর্যন্ত এই বিষয়ে দুই পক্ষ থেকেই কোনো কিছু চূড়ান্তভাবে জানানো হয়নি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball