বাংলাদেশ সিরিজে অনিশ্চিত হাসান আলী

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ
৫ ঘন্টা আগে
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অনিশ্চিত হাসান আলী। পাকিস্তানের এই পেসার সাম্প্রতিক সময়ে কনুইয়ের ইনজুরিতে পড়েছেন। যার কারণে বাংলাদেশের বিপক্ষে অনেকটা অনিশ্চিত তিনি।
পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ প্রকাশ করেছে এমনই এক খবর। জিও নিউজ তাদের প্রতিবেদনে লিখেছে ইনজুরিতে পড়ে এখন চিকিৎসা নিচ্ছেন হাসান আলী। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অধীনে পুনর্বাসনে আছেন তিনি।

তার সার্বক্ষণিক সেবা করছেন পিসিবির চিকিৎসকরা। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে তিনি পুরোপুরি সুস্থ হবেন কিনা, সেটি এখনও নিশ্চিত নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে সময়টা খারাপ গেছে পাকিস্তানের।
৮০৪ নম্বর টুপি পরায় আমেরের শাস্তি
৯ ঘন্টা আগে
ভারত এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে প্রথম রাউন্ডেই বাদ পড়ে গেছে দলটি। বিশ্বকাপের পর বাংলাদেশ সিরিজই পাকিস্তানের প্রথম সিরিজ। ব্যর্থতার পর হোম সিরিজ দিয়ে ছন্দে ফিরতে চায় পাকিন্তান।
বাংলাদেশের বিপক্ষে আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান। এরপর ৩০ আগস্ট করাচিতে শেষ ম্যাচ খেলবে দল দুটি। বাংলাদেশের পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।