সম্মানের সঙ্গেই বিদায় নেবে ধোনিঃ গাঙ্গুলি

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
মহেন্দ্র সিং ধোনিকে প্রাপ্য সম্মান দিয়েই ক্রিকেট থেকে বিদায় জানাতে চান বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নবনিযুক্ত সভাপতি সৌরভ গাঙ্গুলি। ২৩ অক্টোবর বিসিসিআইয়ের দায়িত্ব বুঝে নেয়ার পরই ধোনির বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন গাঙ্গুলি।
ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, 'ধোনির মতো চ্যাম্পিয়নরা এতো দ্রুত অবসর নেয় না। যতক্ষণ আমি আছি, ততক্ষণ সবাই তাঁর প্রাপ্য সম্মানটুকু পাবে।'
বিশ্বকাপের আগ থেকেই গুঞ্জন ছিল, এবারের বিশ্বকাপ শেষে অবসরে যেতে পারেন ধোনি। কিন্তু অবসরে যাননি ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

২৪ অক্টোবর ধোনির অবসরের ব্যাপারে বিসিসিআইয়ের নির্বাচকদের সঙ্গে সভায় বসবেন গাঙ্গুলি। এই বিষয়টি অবশ্য বেশ কিছুদিন আগেই মিডিয়াকে জানিয়েছিলেন কলকাতার মহারাজ।
সৌরভ বলেছিলেন, '২৪ তারিখ আমি নির্বাচকদের সঙ্গে বসব। নির্বাচকরা ধোনির ব্যাপারে কী ভাবছে তা জানার চেষ্টা করব। এরপরে আমি আমার নিজস্ব মতামত দিবো।'
গত চ্যাম্পিয়ন্স ট্রফির (২০১৭) পরপর আলোচনায় আসে ধোনির পারফর্মেন্স। ধীর গতিতে ব্যাটিংয়ের কারণে সমালোচিত হন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক।
এ ছাড়া উইকেটরক্ষক ঋষভ পান্ত, লোকেশ রাহুল বা দিনেশ কার্তিকদের তখনকার ভালো ফর্মের কারণেও সীমিত ওভারের ম্যাচগুলোর একাদশে ধোনির জায়গা নড়বড়ে ছিল।
বিশ্বকাপে অবশ্য খারাপ করেননি ধোনি। আট ইনিংসে ৪৫.৫০ গড়ে করেছেন ২৭৩ রান। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজের নাম তুলে নেন ধোনি। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও ছিলেন না তিনি।