গম্ভীরের ক্যারিয়ার শেষ করে দিয়েছেন ইরফান!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১২ সালে তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ভারত সফরে যায় পাকিস্তান। সেবার পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফানের বলে প্রথম এবং তৃতীয় ওয়ানডেতে আউট হন ভারতের ওপেনার গৌতম গম্ভীর। এই দুই ম্যাচে যথাক্রমে ৮ এবং ১৫ রান করেন তিনি।
৭ ফিট ১ ইঞ্চি উচ্চতার ইরফানের মতে গম্ভীরের ক্যারিয়ারের শেষের শুরু হয় সেই সিরিজ থেকেই। ৩৭ বছর বয়সী এই পেসারের দাবি গম্ভীরের ক্যারিয়ার শেষ করার পেছনে মূল কলকাঠি নেড়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে সেই সিরিজের স্মৃতি রোমন্থন করে এমনটাই জানান ইরফান।

পাকিস্তানের এই পেসার বলেন, 'সে (গম্ভীর) ম্যাচে আমার বল খেলতে পছন্দ করতো না। এমনকি যখন দুই দলই নেটে অনুশীলন করতো তখনও। আমি সবসময় বুঝতে পারতাম যে সে আমার থেকে দূরে থাকতে চাইছে। আমার মনে আছে আমি তাঁকে ২০১২ সালের সীমিত ওভারের সিরিজে কয়েকবার আউট করেছি এবং সে আমার বিপক্ষে বিচলিত থাকতো।'
শুধু গম্ভীর নন, উচ্চতা এবং বলের গতির কারণে অন্যান্য ব্যাটসম্যানরাও ইরফানকে খেলতে ভয় পেতেন বলে দাবি করেন তিনি। এই ব্যাপারে তার ভাষ্য, 'আমি যখন ভারতের বিপক্ষে খেলতাম তখন দেখেছি তারা আমার বিপক্ষে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করতো না। আমি যখন ২০১২ সালে ভারতে খেলতে গিয়েছিলাম তখন তাদের কিছু কিছু ক্রিকেটার বলেছিল তারা আমার উচ্চতা এবং বলের পেসের কারণে বেশ সাবধানে খেলে।'
পাকিস্তানের হয়ে ৪টি টেস্ট, ৬০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোহাম্মদ ইরফান। টেস্টে তার শিকার ১০টি উইকেট। যেখানে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে যথাক্রমে ৮৩ ও ১৫ উইকেট পেয়েছেন এই বাঁহাতি।