বাংলাদেশে আসা হচ্ছে না জিম্বাবুয়ের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসির সদস্যপদ স্থগিত হওয়ায় আগামী সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসা হচ্ছে না জিম্বাবুয়ের। একটি বিবৃতির মাধ্যমে এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
দল নির্বাচনে সরকারী হস্তক্ষেপের কারণে কয়েকদিন আগে জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সদস্য পদ না থাকায় আইসিসির কোনো টুর্নামেন্ট কিংবা সিরিজে অংশ নিতে পারবে না জিম্বাবুয়ে। ফলে আফগানিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও খেলা হচ্ছে না তাদের।

জিম্বাবুয়ে না এলে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। অবশ্য জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করা হলেও সফরে আসার ব্যাপারটি তাদের ওপরই ছেড়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘আইসিসি জিম্বাবুয়েকে একটি গ্লোবাল কোয়ালিফায়ার ইভেন্ট আয়োজন করার সুযোগ দিয়েছে, তবে সেটিও স্থগিত থাকছে। একইসঙ্গে খেলোয়াড় এবং স্টাফরা সরে দাঁড়িয়েছে এবং তাদেরকে হয়তো মাসব্যাপী কিংবা সারা জীবনের জন্য বেতন ও ম্যাচ ফি ছাড়া থাকতে হবে।’
জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করার প্রসঙ্গে আইসিসি এক বার্তায় জানিয়েছিলো, সংবিধানের ২.৪ এর সি এবং ডি ধারা ভঙ্গ করেছে জিম্বাবুয়ে। এই ধারায় বলা আছে ‘দল নির্বাচন একটি স্বাধীন প্রক্রিয়া। যেখানে সরকারী কোনো হতক্ষেপ কাম্য নয়।’
আগামী ১৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে ত্রিদেশীয় সিরিজটি শুরু করার কথা ছিল বাংলাদেশের। তবে জিম্বাবুয়ে না থাকায় সিরিজের সূচিতে পরিবর্তন আসতে পারে।