promotional_ad

ভারতীয় ক্রিকেটারদের মিস করবেন রশিদ খান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইউরো টি-টোয়েন্টি স্লামে ভারতের ক্রিকেটারদের মিস করবেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের যৌথ আয়োজনে আগামী ৩০ আগস্ট শুরু হবে এই টুর্নামেন্টটি। 


শেন ওয়াটসন, ইয়ন মরগান, শহীদ আফ্রিদিদের মতো তারকারা এই টুর্নামেন্টে অংশ নিলেও ভারতের কোনো ক্রিকেটারকে এখানে খেলার অনুমতি দেয়নি বিসিসিআই। 



promotional_ad

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গত আইপিএলে মাঠ মাতিয়েছেন রশিদ খান। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা দারুণ ব্যাপার বলে মনে করেন এই লেগ স্পিনার। 


রশিদ বলেছেন, ‘তাদের (ভারতের ক্রিকেটার) সঙ্গে খেলা সবসময় দারুণ ব্যাপার। আশা করি আমরা কিছু ভারতীয় খেলোয়াড়দের পাবো। আমি মনে করি যারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে তাদের অনুমতি দেয়া উচিত। আমি তাদের সঙ্গে আইপিএলে খেলা উপভোগ করেছি।’ 


ভারতীয় ক্রিকেটারদের টুর্নামেন্টটিতে খেলার অনুমতি দেয়ার জন্য বিসিসিআইয়ের প্রতি আহ্বান  জানিয়েছেন রশিদ। উদাহরণ হিসেবে যুবরাজ সিংহের কথা উল্লেখ করেছেন তিনি। কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি পেয়েছেন যুবরাজ। ইউরো টি-টোয়েন্টি স্লামেও ভারতীয়দের খেলতে বাধা থাকার কথা নয় বলে মনে করছেন রশিদ। 



তাঁর ভাষায়, ‘আমি মনে করি বিসিসিআই এই ব্যাপারটি নিয়ে ভাবছে, তবে বর্তমানে বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে। আপনি জানেন যে যুবরাজের মতো খেলোয়াড় অনুমতি পেয়েছে এবং সে গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবে। 


তাই আমি কোনো সমস্যা দেখছি না যদি এই খেলোয়াড়রা সেখানে খেলতে চায়। তবে বিসিসিআইকে অবশ্যই এনওসি দিতে হবে। এই মুহূর্তে, যুবরাজের মতো একজন খেলোয়াড়কে পাওয়া দারুণ এবং ভবিষ্যতে হয়তো আপনি ভারত থেকে আরও ক্রিকেটার পাবেন যারা লিগটিতে যোগ দেবেন।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball