মিঠুন-ইমরুলদের বাশারের হুমকি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। অথচ এই দলটিতেই খেলছেন ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমানদের মতো জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়।
দলের এমন পারফর্মেন্সে স্বভাবতই যারপরনাই হতাশ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। জাতীয় দলের আদলে গড়া দলটির কাছ থেকে দারুণ কিছুই আশা করেছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। কিন্তু সেই প্রত্যাশার ধারে কাছেও যেতে পারেনি মোহাম্মদ মিঠুনের দল।

প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটে ২০১ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে বাংলাদেশ ‘এ’ দলের নির্বিষ বোলিংয়ে ৪৩.৫ ওভারে ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয় নাসির জামালের নেতৃত্বাধীন আফগানিস্তান ‘এ’ দল।
এমন আত্মসমর্পণের পর সাব্বির, ইমরুলদের রীতিমতো হুমকি দিয়ে রাখলেন হাবিবুল বাশার। তাঁর ভাষায়, ‘ব্যাটিং দেখে মনে হয়েছে, কেউই খেলার মধ্যে নেই। এটা যে প্রতিযোগিতামূলক একটি ম্যাচ, ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় নেই । এই খেলোয়াড়রা বুঝতে পারছে না, হেলা করলে কী হতে পারে। এ রকম হলে নিচের সারির খেলোয়াড় নিয়ে চেষ্টা করবো। তাদেরই রাখতে হবে এমন কোনো কথা নেই।’
টেস্ট খেলুড়ে একটি দেশের ‘এ’ দলের এমন হার মানতে পারছেন না বিসিবির এই নির্বাচক। বাশার বলছেন, ‘আমি বুঝতে পারছি না কী বলব বা কী বলা উচিত। টেস্ট খেলুড়ে একটা দেশের ‘এ’ দল এভাবে হারবে, ভাবা যায় না। আমাদের যে দলটা খেলছে সেখানে ১১ জনই আগে-পরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। বর্তমান জাতীয় দলের চারজন রয়েছে। পাঁচ-ছয়জন টেষ্ট ক্রিকেটার খেলছে। এরপরও আফগানিস্তান ‘এ’ দলের কাছে হারে?’