ক্রাইস্টচার্চে কিউই ব্যাটসম্যানদের আধিপত্য

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে দুই ওপেনার টম লাথাম এবং জিত রাভালের জোড়া অর্ধশতকে বেশ শক্ত অবস্থানে আছে স্বাগতিক নিউজিল্যান্ড। মাত্র ২ উইকেট হারিয়ে ২৩১ রান নিয়ে খেলা শেষ করেছে তারা।
রাভাল ৭৪ রান করে আউট হলেও শতকের পথে এগিয়ে যাচ্ছেন লাথাম। দিন শেষে ৭৪ রানে অপরাজিত আছেন তিনি। অপরদিকে তাঁর সঙ্গী হিসেবে ক্রিজে আছেন অভিজ্ঞ রস টেইলর (২৭)। এছাড়াও অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে ৪৮ রান।
এর আগে দিনের শুরুতে ৪ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিলো সফরকারী শ্রীলঙ্কা। কিন্তু দুই কিউই পেসার ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদির বোলিং তোপে খুব বেশিদূর যেতে পারেনি তারা। মাত্র ১০৪ রানে অলআউট হতে হয়েছে লঙ্কানদের।
মাত্র ৩০ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন বোল্ট। পাশাপাশি ধ্বস নামিয়েছেন সফরকারীদের ব্যাটিং লাইন আপে। অপরদিকে ৩৫ রানে ৩ উইকেট তুলে নিয়েছেন সাউদি। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

লঙ্কানরা ১০৪ রানে অলআউট হওয়ায় ৭৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার সুযোগ পায় স্বাগতিক কিউইরা। ব্যাটিং করতে নেমে দুই ওপেনার জিত রাভাল এবং টম লাথাম উদ্বোধনী জুটি গড়েন ১২১ রানের। দিলরুয়ান পেরেরার বলে ৭৪ রান করে রাভাল আউট হলে শেষ পর্যন্ত এই দুর্দান্ত জুটিটি ভাঙ্গে।
এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের সাথে ৬৮ রানের আরেকটি দারুণ জুটি গড়েন লাথাম। ৪৮ রান করে উইলিয়ামসন ফিরলেও পরবর্তীতে রস টেইলরকে সাথে নিয়ে দিনের খেলা শেষ করতে সক্ষম হন এই কিউই ওপেনার।
এর আগে ম্যাচটির প্রথম দিন টসে হেরে ব্যাট করতে নেমে লঙ্কান পেস আক্রমণের সামনে মাত্র ১৭৮ রানেই অলআউট হয়ে গিয়েছিলো স্বাগতিক নিউজিল্যান্ড। মাত্র ৫৪ রান খরচায় ৫টি উইকেট নিয়ে হন্তারক ছিলেন পেসার সুরঙ্গা লাকমল। ৪৯ রানে ৩ উইকেট নিয়ে লাকমলকে যোগ্য সঙ্গ দিয়েছেন লাহিরু কুমারা।
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬৮ রান করেছিলেন লোয়ার অর্ডার ব্যাটসম্যান টিম সাউদি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান এসেছে বিজে ওয়াটলিংয়ের ব্যাট থেকে এবং ২৭ রান করেছেন রস টেইলর।
সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস): ১৭৮/১০ (৫০ ওভার) (সাউদি- ৬৮, ওয়াটলিং- ৪৬; লাকমল- ৫/৫৪, কুমারা-৩/৪৯)
শ্রীলঙ্কা (প্রথম ইনিংস): ১০৪/১০ (৪১ ওভার) (ম্যাথিউস- ৩৩, সিলভা- ২১; বোল্ট- ৬/৩০, সাউদি- ৩/৩৫)
নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস): ২৩১/২ (৭৯ ওভার) (লাথাম- ৭৪*, টেইলর- ২৭*; কুমারা- ১/৬০, পেরেরা- ১/৫৭)