সিরিজে এগিয়ে যাওয়ার মিশন ভারত-অস্ট্রেলিয়ার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে বুধবার মাঠে নামছে ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫ টায়।
সিরিজে বর্তমানে ১-১ সমতা রয়েছে। ফলে বক্সিং ডে টেস্টে জিতে সিরিজে এগিয়ে যেতে চাইবে দুই দলই। ম্যাচ শুরুর দুইদিন আগেই ভারত ও অস্ট্রেলিয়া তাদের একাদশ ঘোষণা করে দিয়েছে।

ভারত তাদের দুই ওপেনারকে একাদশের বাইরে রেখে দল সাজিয়েছে। আগের দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় লোকেশ রাহুল ও মুরালী বিজয়কে বাদ দেয়া হয়েছে।পার্থে সিরিজের দ্বিতীয় টেস্টে কোনো স্পিনার না খেলিয়ে বিশাল ভুল করেছিল ভারত।
মেলবোর্নে সেই ভুলের পুনরাবৃত্তি করতে চায়না ভারত। একারণেই দলে ডাকা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। এই ম্যাচ দিয়ে সাদা পোষাকে অভিষেক হচ্ছে মায়াঙ্ক আগারওয়ালের।
তাছাড়া, পার্থ টেস্টে চতুর্থ পেসার হিসেবে খেলা উমেশ যাদভকেও দলের বাইরে ঠেলে দেয়া হয়েছে। তাঁর বদলি হিসেবে একাদশে ফিরেছেন রোহিত শর্মা। এদিকে, অস্ট্রেলিয়ার একাদশে অবশ্য বড় ধরণের কোনো পরিবর্তন নেই।
মিডল অর্ডার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্বের পরিবর্তে একাদশে সুযোগ দেয়া হয়েছে মিচেল মার্শকে। দুই দলই এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে মরিয়া।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, উসমান খাজা, শন মার্শ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, টিম পেইন, প্যাট কামিনস, মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও জশ হ্যাজলউড।
ভারত একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, হানুমা বিহারী, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, রিশাভ প্যান্ট, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামী, ইশান্ত শর্মা ও জাসপ্রিত বুমরাহ।