আজ খেলছেন আমির?

মোহাম্মদ আমির
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে পাকিস্তান দলে মোহাম্মদ আমিরের থাকা না থাকা নিয়ে রয়েছে ধোঁয়াশা। সম্প্রতি সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাঁহাতি এই ফাস্ট বোলারের।


বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট আমিরকে বসিয়ে রাখলেও অবাক হবার কিছুই থাকবে না। চলমান এশিয়া কাপে এখন পর্যন্ত মাঠে নেমেছেন তিন ম্যাচে।


promotional_ad

উইকেট নিতে পারেননি একটিও। যার কারনে তাঁকে ছাড়াই সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নামে পাকিস্তান। এরপর ভারতের সাথে গুরুত্বপূর্ণ ম্যাচে আবার মাঠে নামানো হলেও হতাশ করেছেন তিনি।


আজকের বাঁচামরার এই ম্যাচে পাক শিবিরে আমিরকে আবার দেখা যাবে তো? ভারতের কিংবদন্তী পেসার জহির খান বলছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আমিরের জায়গায় উসমান খান শেনওয়ারি ভাল সম্ভাবনা দেখছেন। তিনি বলেন,


'আমার মতে তাঁরা (পাকিস্তান) আমিরের প্রতি বিশ্বাস রেখেছে। এই ম্যাচেও তাঁর ওপর বিশ্বাস ধরে রাখবে। কারণ আমিরকে একজন ম্যাচ উইনার হিসেবেই বিবেচনা করে পাকিস্তান।


আমির যেকোনো মুহূর্তে বল হাতে পার্থক্য গড়ে দিতে পারে বলে বিশ্বাস করে দলটি। যদিও এখন পর্যন্ত সেটি হয়নি (এই টুর্নামেন্টে)। সুতরাং আমি অবাক হব না যদি উসমান তাঁর পরিবর্তে একাদশে জায়গা পায়।'


পাকিস্তানের হয়ে ৪৬টি ওয়ানডে ম্যাচ খেলা আমির কখনো বাংলাদেশের সাথে এই ফরম্যাটে মুখোমুখি হয়নি। তবে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি, ছয়ের কম ইকোনমিতে নিয়েছেন ছয়টি উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball