'ধারাবাহিক' মুশফিকের সাফল্য গাঁথা

ছবি: মুশফিকুর রহিম

|| ডেস্ক রিপোর্ট ||
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি- এই প্রবাদ বাক্যটি অনেকটাই যেন প্রযোজ্য টাইগার উইকেট রক্ষক মুশফিকুর রহিমের ক্ষেত্রে। কেননা গত পাঁচ বছরে তাঁর উন্নতির গ্রাফটি বেশ ঊর্ধ্বমুখীই বলা চলে।
২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ২৮টি টেস্ট খেলেছেন মুশফিক। যেখানে ৩টি শতক এবং ৮টি অর্ধশতক সহ ১৭০৬ রান সংগ্রহ করেছেন তিনি। টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও দারুণ সময় পার করছেন এই টাইগার ব্যাটসম্যান। গত পাঁচ বছরে ৬৮টি ওয়ানডে খেলে মোট ১৮টি অর্ধশতকসহ ৪টি শতক হাঁকিয়েছেন মুশফিক এবং রান সংগ্রহ করেছেন ২৫০২।

সুতরাং বাংলাদেশকে বর্তমান পর্যায়ে নিয়ে আসার পেছনে তাঁর অবদান অনস্বীকার্য এটা বলাই যায়। তবে ৩১ বছর বয়সী মুশফিক তাঁর ধারাবাহিকতার পেছনে কৃতিত্ব দিয়েছেন পঞ্চপান্ডবের বাকি চার সদস্য তামিম, মাশরাফি, সাকিব এবং মাহমুদুল্লাহকে। রিয়াদ, সাকিব, তামিমদের সাথে ব্যাটিং করলে নিজের সহজাত খেলাটাই খেলতে পারেন মুশফিক বলে জানিয়েছেন। ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
'গত চার-পাঁচ বছর ধরে আমার ধারাবাহিক ভালো খেলার পেছনে এই চার ক্রিকেটারের ভূমিকা রয়েছে। কৃতজ্ঞতা তাদের প্রতি। আপনার কাজটি সহজ হয়ে যায় যখন আপনি সাকিব, রিয়াদ ভাই অথবা তামিমের সঙ্গে ব্যাট করেন। ক্রিকেট একার খেলা নয়। ভালো পার্টনারশিপ গুরুত্বপূর্ণ। আমাদের সবারই ম্যাচ জয়ের ক্ষেত্রে বড় অবদান রয়েছে।'
গত কয়েক বছরে উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করে গিয়েছেন টাইগারদের এই পাঁচ সিনিয়র ক্রিকেটাররা। আর এর ফল ভালোভাবেই পেয়েছেন তাঁরা। পাশাপাশি বাংলাদেশও দিন দিন উঠে এসেছে অনন্য উচ্চতায়। সুতরাং মাশরাফি, সাকিব, তামিমদের মতো ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন মুশফিকও। বলেছেন,
'গত চার-পাঁচ বছর ধরে আমাদের পাঁচজনের প্রত্যেকেই কঠোরভাবে চেষ্টা করেছি। এমন একটি প্রজন্মের ক্রিকেটারদের সাথে খেলতে পারাটা অনেক বড় কিছু। মাশরাফি ভাই অতুলনীয়। সাকিব-তামিম ও রিয়াদ ভাই প্রত্যেকেই বিশ্ব মানের খেলোয়াড়।'